গোটা রাজ্যের সঙ্গে আলিপুর জেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৮ আসামীও
আলিপুর সেন্ট্রাল জেলে মাধ্যমিক পরীক্ষা দিলেন আট বন্দি। পরীক্ষা দিলেন খুনের অভিযোগে অভিযুক্ত অপু চৌধুরীও। দুমাস আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। আলিপুর সেন্ট্রাল জেলের কোর্ট লকআপে বাকি বন্দিদের সঙ্গে তিনিও পরীক্ষা দিলেন।
আলিপুর সেন্ট্রাল জেলে মাধ্যমিক পরীক্ষা দিলেন আট বন্দি। পরীক্ষা দিলেন খুনের অভিযোগে অভিযুক্ত অপু চৌধুরীও। দুমাস আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। আলিপুর সেন্ট্রাল জেলের কোর্ট লকআপে বাকি বন্দিদের সঙ্গে তিনিও পরীক্ষা দিলেন।
সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। গোটা রাজ্য জুড়ে প্রায় দশ লক্ষ একান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলের আট বন্দিও। তাদেরই একজন অপু চৌধুরী। বেহালার বাসিন্দা অপু চৌধুরী খুনের আসামী। দুহাজার এক সালে ঠাকুরপুকুরে একটি খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর জেলের অন্ধকার কুঠুরিতে কেটে গেছে বারোটা বছর। গত দুমাস আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার আলিপুর সেন্ট্রাল জেলে বাকি আট আসামীর সঙ্গে তিনিও মাধ্যমিক পরীক্ষা দিলেন।
অন্ধকার অতীত পেরিয়ে এখন আলোর উত্সের সন্ধানে বেহালার অপু চৌধুরী।