আজ শুরু মাধ্যমিক

আজ থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম ভাষার পরীক্ষা। বেলা ১২টা থেকে শুরু পরীক্ষা। প্রশ্নপত্র দেওয়া হবে তার ১৫ মিনিট আগে। এবছর ১০ লক্ষ ১৬ হাজার ৮১ জন পরীক্ষা দিচ্ছে।

Updated By: Feb 24, 2012, 11:21 AM IST

আজ থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম ভাষার পরীক্ষা। বেলা ১২টা থেকে শুরু পরীক্ষা। প্রশ্নপত্র দেওয়া হবে তার ১৫ মিনিট আগে। এবছর ১০ লক্ষ ১৬ হাজার ৮১ জন পরীক্ষা দিচ্ছে।
প্রায় আড়াই হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া রাজ্যের ৭টি সংশোধনাগার থেকেও পরীক্ষা দেবেন বন্দিরা।
নবম ও দশম শ্রেনির পাঠ্যক্রম বিভাজনের পর এবছর প্রথম শুধুমাত্র দশম শ্রেণির পাঠক্রমের ভিত্তিতে পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা।
প্রশ্নপত্র ফাঁস আটকাতে এবছর বিভিন্ন বিষয়ের প্রশ্ন পাঠানো হচ্ছে আলাদা আলাদা রঙের খামে। কয়েকটি কেন্দ্রে ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন দুটো কন্ট্রোলরুমও খোলা হয়েছে।

.