বরানগর কাণ্ডে মূল অভিযুক্ত প্রীতম দেবকে গ্রেফতার

বরানগরে ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে কিশোরীর আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। গতকাল ভোররাতে অভিযুক্ত প্রীতম দেবকে গ্রেফতার করে পুলিস। দীর্ঘদিন থেকেই এই কিশোরীকে প্রেমর প্রস্তাব দিচ্ছিল প্রীতম। প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তাঘাটে চলছিল হেনস্থা। এমনকি ওই কিশোরীকে মারধরেরও অভিযোগ ওঠে প্রীতমের পরিবারের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই কিশোরী। তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকে প্রীতম ও তার বাড়ির লোকেরা বাড়ি ছেড়ে পালায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসে বরানগর থানার পুলিস। এর আগে এই ঘটনায় রানা রায়, শিবানী রায়. শুক্লা কর, কমল কর, পম্পা সরকার, টুম্পা ভোমিক নামের ছ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Aug 26, 2015, 12:33 PM IST

ওয়েব ডেস্ক: বরানগরে ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে কিশোরীর আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। গতকাল ভোররাতে অভিযুক্ত প্রীতম দেবকে গ্রেফতার করে পুলিস। দীর্ঘদিন থেকেই এই কিশোরীকে প্রেমর প্রস্তাব দিচ্ছিল প্রীতম। প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তাঘাটে চলছিল হেনস্থা। এমনকি ওই কিশোরীকে মারধরেরও অভিযোগ ওঠে প্রীতমের পরিবারের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই কিশোরী। তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকে প্রীতম ও তার বাড়ির লোকেরা বাড়ি ছেড়ে পালায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসে বরানগর থানার পুলিস। এর আগে এই ঘটনায় রানা রায়, শিবানী রায়. শুক্লা কর, কমল কর, পম্পা সরকার, টুম্পা ভোমিক নামের ছ জনকে গ্রেফতার করেছে পুলিস।

এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমত সরগরম। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। 

 

.