বিদ্যাসাগর সেতুর আদলেই মাঝেরহাটে ঝুলন্ত সেতু

নয়া সেতুতে মোট চারটে লেন থাকবে। ১ বছরের মধ্যে নতুন সেতু তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Updated By: Nov 13, 2018, 07:48 PM IST
বিদ্যাসাগর সেতুর আদলেই মাঝেরহাটে ঝুলন্ত সেতু
বিদ্যাসাগর সেতু

নিজস্ব প্রতিবেদন : মাঝেরহাটে ভেঙে পড়া সেতুর জায়গায় এবার ঝাঁ  চকচকে প্রশস্ত সেতু। বিদ্যাসাগর সেতুর আদলে কেবল স্টেড সেতুর নকশা তৈরি। অনুমোদনও করছে পূর্ত দফতর। ফলে শহর পেতে চলেছে নয়া ঝুলন্ত সেতু।

আরও পড়ুন, বেতন চাইতে গিয়েছিলেন পরিচারিকা, মেসের মধ্যেই তাঁর সঙ্গে একাজ করল মালিক

আলিপুর, বজবজ, দক্ষিণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকার দুর্ভোগ নেমে আসে ৪ঠা সেপ্টেম্বর বিকেলে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ মাঝেরহাট সেতু। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিকল্প রাস্তা খোঁজা শুরু হয়ে যায়। অস্থায়ী ব্যবস্থা হলেও প্রয়োজন হয়ে পড়ে স্থায়ী সমাধানের।  অক্টোবরেই রাজ্য সরকারের তরফে টেন্ডার ডাকা হয়।  ঝাঁ চকচকে ঝুলন্ত সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন, ক্যারম খেলা নিয়ে বচসা, বন্ধুর হাতে কিশোরের মর্মান্তিক পরিণতি

নবান্ন সূত্রে খবর, এক বেসরকারি সংস্থা ইতিমধ্যেই সেতুর নকশা তৈরি করে ফেলেছে।  ভেঙে পড়া মাঝেরহাট সেতুর তুলনায় অনেকটা চওড়া হবে নতুন সেতু। নয়া সেতুতে মোট চারটে লেন থাকবে। প্রতি লেন হবে সাড়ে তিন  মিটার অর্থাত প্রায় এগারো ফুটেরও বেশি চওড়া। পথচারীদের জন্য থাকবে  ফুটপাথও।

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বোনের গর্ভে এল মামাতো দাদার সন্তান, পরের ঘটনা আরও ভয়াবহ

১ বছরের মধ্যে নতুন সেতু তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০১৯-এর নভেম্বর মাসের মধ্যে নতুন সেতু তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এবার প্রয়োজন রেল ও মেট্রো রেলের সম্মতি।

.