একাদশ থেকে দ্বাদশে উঠলেই ট্যাবের জন্য ₹১০ হাজার, সবুজ সাথীতে ১২ লক্ষ সাইকেল: Mamata
নভেম্বরের মধ্যে সবুজ সাথী প্রকল্পে ১২ লক্ষ সাইকেল দেওয়ার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: এখন যারা একাদশ শ্রেণিতে পড়ছে সেই সব পড়ুয়ারা দ্বাদশে উঠলে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার (West Bengal Govt)। বুধবার নবান্নে (Nabanna) স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) সূচনার অনুষ্ঠানে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি ভোটপর্বে বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে 'সবুজ সাথী' প্রকল্প। নভেম্বরের মধ্যে দেওয়া হবে ১২ লক্ষ সাইকেল।
মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যেই ১ কোটি সাইকেল দিয়েছি ছাত্রছাত্রীদের। মাঝে ভোটের জন্য সাইকেল দেওয়া বন্ধ ছিল। এখন আবার ১২ লক্ষ সাইকেল দিচ্ছি। ২০২০ সালের নবম শ্রেণির ৩ লক্ষ এবং ২০২১ সালের নবম শ্রেণির ৯ লক্ষ ছাত্রছাত্রী নভেম্বরের মধ্যে পেয়ে যাবেন এই সাইকেল।'
কোভিড পরিস্থিতিতে দ্বাদশের পড়ুয়াদের পড়াশুনোর সুবিধার জন্য গতবছর ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তবে বাজারে ওই পরিমাণ ট্যাব না থাকায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। সেই টাকা পান দ্বাদশের পড়ুয়ারা। এ দিন মমতা জানান,'নেতাজি সুভাষচন্দ্র বসুর বই 'তরুণের স্বপ্ন' নামাঙ্কিত প্রকল্পে দ্বাদশ শ্রেণির ৮ লক্ষ ৭৬ হাজার ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখন যারা একাদশ শ্রেণিতে প্রায় ৮ লক্ষ ৯৪ হাজার ছাত্রছাত্রী দ্বাদশে উঠলে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।'
আরও পড়ুন- আর যেতে হবে না মুম্বই, টাটা-রাজ্য মিলে বাংলায় ২ ক্যানসার হাসপাতাল,ঘোষণা Mamata-র