বুধবার ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ-বিজ্ঞপ্তি, ৩১ জানুয়ারি তৃতীয় টেট: Mamata

গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 22, 2020, 05:01 PM IST
বুধবার ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ-বিজ্ঞপ্তি, ৩১ জানুয়ারি তৃতীয় টেট: Mamata

নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য নোটিস জারি হতে চলেছে আগামিকাল। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,'ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে।'

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা। পরীক্ষায় (TET) বসতে চলেছেন আড়াই লক্ষ পরীক্ষার্থী।  

উল্লেখ্য, গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন,'২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট (TET) পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।'

পুলিস ও শিক্ষকদের নিজের জেলায় বদলির প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা পুলিসকে বলেছিলাম, ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে নিজের জেলায় বদলি হতে পারেন হোমগার্ড, কনস্টেবল ও এসআই। তাঁদেরও তো পরিবার-পরিজন আছে। প্রায় ৫০ হাজার আবেদন এসেছিল। ৩৫ হাজার অনুমোদন দিয়েছি।' তিনি আরও বলেন, ১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক আবেদন করেছিলেন। এর মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। তা ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক নিজের জেলায় ৫৫০২ বদলি চেয়েছিলেন। ৩,৮৫২ জনের বদলি মঞ্জুর করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।'

আরও পড়ুন- বাজারে অমিল ট্যাব, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার: Mamata

.