Mamata Banerjee: ''গেম ইজ নট দ্যাট ইজি, দলে ফিরতে অপেক্ষা করতে হবে'', সাফ জানালেন মমতা
কলকাতা পুরভোটে ১৩৪টি আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে কিছু নির্দল প্রার্থীরাও জিতে ঘাসফুলে ফেরত আসার ইচ্ছেপ্রকাশ করেছেন।
![Mamata Banerjee: ''গেম ইজ নট দ্যাট ইজি, দলে ফিরতে অপেক্ষা করতে হবে'', সাফ জানালেন মমতা Mamata Banerjee: ''গেম ইজ নট দ্যাট ইজি, দলে ফিরতে অপেক্ষা করতে হবে'', সাফ জানালেন মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/12/23/358878-mamata.jpg)
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরভোটে বিপুল জয়। বিরোধী পক্ষদের ধারে কাছেও আসতে দেয়নি তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র ভবনে দলের নেতাদের সঙ্গে ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, ''এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতে কোথাও করে দেখাতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশকে ধন্যবাদ এত শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য়। যত জিতব, তত নম্র হবে। অহংকারের জায়গা তৃণমূলে নেই।''
তৃণমূলের ১৩৪ জন জয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দনও জানান তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, ''অনেক কুৎসা, অনেক অপপ্রচার ও চরিত্র হননের পরেও মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। তাদের জন্য জিততে পেরেছি। তাই এই জয় মা-মাটি-মানুষের।'' মুখ্যমন্ত্রী আরও বলেন, ''দল এখন অনেক শক্তিশালী। সবাইকে সবকিছু দেওয়া যায় না। আমি খুশি যে এই নির্বাচনে ৪২ শতাংশ মহিলা প্রার্থী দেওয়া হয়েছিল। ১ জন পরাজিত হয়েছেন। সেই নির্দল প্রার্থী, যাঁর কাছে হেরেছে তাঁর সঙ্গে আমাদের দলের সম্পর্ক আগে ছিল। তাঁরা যোগাযোগও করেছিল। কিন্তু আমি চাই না যাঁরা স্বতন্ত্রভাবে জিতেছে তাঁরা দলে আসুক।''
আরও পড়ুন, KMC Mayor: মেয়র ফিরহাদেই ভরসা মমতার, ডেপুটি অতীন; চেয়ারপার্সন মালা রায়
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''কারণ যাঁরা পরাজিত হয়েছেন তাদের সঙ্গে আমি থাকব। কেউ যদি মনে করে বিপদে ফেলে অন্যকাউকে জিতিয়ে দিয়ে পরে আবার ঢুকে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। গেম ইজ নট দ্যাট ইজি। যে ১০ জন হেরেছেন তাদের কর্পোরেশনের নানা কাজে লাগাতে হবে।''
প্রসঙ্গত, সদ্য স্নাতক পাশ করে ৪১ নম্বর ওয়ার্ডে 'নির্দল প্রার্থী' হিসেবে জিতলেন পূর্বাশা নস্কর। ৫৩৬টি ভোটে জয়ী হয়েছেন তিনি। আর জয়ের পরই 'নির্দল' পূর্বাশা Zee ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন, তৃণমূলে যেতে চান তিনি। প্রসঙ্গত, ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ, ১৩৫ নং ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর জয়ী হয়েছেন।
উল্লেখ্য, ১৩৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুবিনা নাজ, স্থানীয় টিএমসি সভাপতির স্ত্রী এবং প্রবীণ টিএমসি কাউন্সিলর শামসুজ্জামান আনসারির পুত্রবধূও বটে।