Mamata Banerjee: ছাত্রছাত্রীরা রাজনীতিতে সেভাবে এগিয়ে আসছে না, আক্ষেপ নেত্রীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার। 

Updated By: Aug 28, 2021, 06:29 PM IST
Mamata Banerjee: ছাত্রছাত্রীরা রাজনীতিতে সেভাবে এগিয়ে আসছে না, আক্ষেপ নেত্রীর

নিজস্ব প্রতিবেদন: গত ১০-১৫ বছরে ছাত্ররা রাজনীতিতে সেভাবে এগিয়ে আসছে না। রাজনীতি হোক সেবার জায়গা হোক। সংস্কৃতির জায়গা হোক। ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকাদের ছাড়া এই কাজ হতে পারে না। আজও লড়াই করছি কেন জানেন? আমি মনে করি, ক্ষমতায় এসে চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতার কথায়,'রাজনীতিতে তরুণ অংশগ্রহণে জোর দিতে হবে। আমি মনে করি শিক্ষার্থীরা ভবিষ্যতের সম্পদ। বিজেপি ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করছে। সরকার কর্মীদের কণ্ঠরোধ করছে বিজেপি। ১৮ বছর কোনও বাধা মানে না। পরাজয় মানে না। লোভের কাছে মাথানত করে না। উন্নত মানুষ হওয়ার জন্য এগিয়ে যেতে হবে। আমি চাই বাংলার ছাত্রছাত্রীরা পথ দেখাক। যত কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে তাদের সঙ্গে সমন্বয় স্থাপন করুন।' 

মমতা বলেন,'আগে কিছুই ছিল না। বাবা বেঁচে ছিলেন কষ্ট বুঝিনি। টিউশনি করে খাতায় খাতায় লিখে এই জায়গায় পৌঁছেছি। শিক্ষাক্ষেত্রে আমাদের সরকার আসার পর ১০ গুণ বেশি টাকা বাড়িয়েছি। বিনা পয়সায় জুতো, স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। সবুজ সাথী প্রকল্পে এক কোটি সাইকেল দেওয়া হয়েছে। ১০ লক্ষ টাকার স্টুডেন্ট কার্ড। সুভাষচন্দ্রের তরুণের স্বপ্ন বইয়ের নামে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা দিয়ে ট্যাব বা মোবাইল দিচ্ছি। আমরা আসার পর ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি ছাঁটাই আর বাংলায় শিক্ষকের জন্য চাটাই, তা হয় না। অসম ও ত্রিপুরায় সরকারি কর্মীরা ঠিকমতো মাইনে পায় না।'

বাংলায় কীভাবে শিল্পায়ন হচ্ছে, তার খতিয়ানও দেন মমতা। তিনি বলেন,'বানতলায় লেদার কমপ্লেক্সে ৫ লক্ষ চাকরি হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে লোক আসছে। ৬৮টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। দেড় হাজারের বেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি বাংলায় আছে। তথ্যপ্রযুক্তির সুফল সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ১৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে। উৎকর্ষ বাংলায় স্কিল দফতর ৬ লক্ষ বেকার যুবকযুবতীকে প্রশিক্ষণ দিয়েছি। গতিধারা প্রকল্পে ৪৪ হাজার বেকার যুবকযুবতীকে গাড়ি কেনার টাকা দিয়েছে আমাদের সরকার।'

আরও পড়ুন- Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
  

.