কিছু কোর্ট বাবু হয়েছে, হিংসুটে!, নিয়োগ-স্থগিতাদেশে ষড়যন্ত্রের ইঙ্গিত Mamata-র

দিন কয়েক আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পুজোর আগে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Jun 30, 2021, 09:02 PM IST
কিছু কোর্ট বাবু হয়েছে, হিংসুটে!, নিয়োগ-স্থগিতাদেশে ষড়যন্ত্রের ইঙ্গিত Mamata-র

নিজস্ব প্রতিবেদন: ফের আইনি জটিলতায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বুধবার সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এনিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,'আমি একটা জিনিস দেখছি মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের নিয়োগ শুরু হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে আদালতে মামলা করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে। এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়।'

দিন কয়েক আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পুজোর আগে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেই মতো শুরু হয়েছিল নিয়োগপ্রক্রিয়া। সেই প্রক্রিয়া থমকে গেল আদালতের হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে। তার অব্যবহিত পরে নবান্নে মমতা বলেন,'৩-৪ বছর ধরে দেখছি ছেলেমেয়েগুলি নিয়োগ পাচ্ছে না। এরা কারা? এরা সমাজের বন্ধু? এরা ছাত্রছাত্রীদের বন্ধু? চাকরি পেলে আমি কখনও দেখি না এ পাচ্ছে! কি বি পাচ্ছে! কি সি পাচ্ছে! চাকরি পাবে ৩৫ হাজার ছেলেমেয়ে। তাঁদের জন্য সব তৈরি করা হল। হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। আদালতকে বলব ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবুন। যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়ে কোর্টে কেস করেছে। তাহলে বুঝুন।' শিক্ষা দফতরের প্রধান সচিবকে আদালতে দাঁড়িয়ে সরকারের অবস্থান তুলে ধরার নির্দেশ দেন তিনি। মমতা (Mamata Banerjee) বলেন,'নিজে দাঁড়িয়ে বলুন আর কত অপেক্ষা করবে তারা? সব কিছু রেডি। সঙ্গে সঙ্গে নিয়োগ করে দিন। দেখছেন তো।'

এর পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'এখন কিছু রাজনৈতিক নেতারা কোর্ট বাবু হয়েছে। আদালতের দোষ নেই। কিছু রাজনৈতিক নেতা করছে এটা। হিংসুটে। জেলাস ফিল করে। ছাত্রছাত্রীরা চাকরি পাক তাতে তাদের যায় আসে না। সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে।'  

আরও পড়ুন- বিজেপির সাজানো নয় তারই বা প্রমাণ কোথায়? ভুয়ো টিকাকাণ্ডে বিস্ফোরক Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.