Mamata: অটলবিহারীর সঙ্গে হাত মিলিয়েছিল যে সিপিএম তাদের কীভাবে সমর্থন কংগ্রেসের?

কলকাতায় জ্যোতি-অটলের সভার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে নিশানা করেন মমতা।

Updated By: Nov 1, 2021, 11:28 PM IST
Mamata: অটলবিহারীর সঙ্গে হাত মিলিয়েছিল যে সিপিএম তাদের কীভাবে সমর্থন কংগ্রেসের?

নিজস্ব প্রতিবেদন: বাংলার পর ত্রিপুরা, গোয়ায় সরকার গড়ার লক্ষ্য নিয়েছে তৃণমূল। বিজেপি বিরোধী জোটে ভাঙন ধরানোর অভিযোগ উঠেছে মমতার দলের বিরুদ্ধে। সোমবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে তার জবাব দিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,''কংগ্রেস যতই হুটপাট করুক। আর ফোটফাট করুক। বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রতিটি আসনে। আর কীভাবে আশা করে, অন্য জায়গায় আসা করে আমরা সমর্থন করব?'' অতীত টেনে মনে করিয়ে দেন,''আমরা কংগ্রেস করতাম। মানুষের সঙ্গে প্রতারণা করেছিল বলে ছেড়ে এসেছি।''   

কলকাতায় জ্যোতি-অটলের সভার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে নিশানা করেন মমতা। তাঁর কথায়,''মানুষের সাহায্যে তিনটি সরকার আমরা তৈরি করেছি। আমাদের সঙ্গে কাজ করার জন্য প্রথম সরকারে কংগ্রেসকে সাহায্য করেছিলাম। তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন জানেন? কারণ রোজ গ্যাসের দাম বাড়ত। আমরা সিদ্ধান্ত নিতে পারি তাই রেজিগনেশন করে চলে আসি। ওরা সিদ্ধান্ত নিতে পারে না তাই সবচেয়ে বড় শত্রু সিপিএম, যারা অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে হাত ধরেছিল, তাদের কীভাবে সমর্থন দিল কংগ্রেস?'' 

এনডিএ সরকারে সঙ্গে তাঁর জোটের ব্যাখ্যাও দেন মমতা। তাঁর কথায়,''আমরা এনডিএ-র সঙ্গে জোট করেছিলাম কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে। কোনও অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না এটা ছিল প্রথম কথা।''

মোদী সরকারের সঙ্গে কংগ্রেস সমঝোতা করে নিয়েছে বলেও দাবি করেন নেত্রী। তাঁর কথায়,''যেদিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে কংগ্রেস কোনও লড়াই করেছে? নির্বাচন আসলে বড় বড় কথা। আমরা সব জায়গায় যেতে বাধ্য হচ্ছি কারণ কংগ্রেস সমঝোতা করে। আমরা সমঝোতা করি না। মৃত্যু হলেও বিজেপিকে শক্তিশালী হতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। কেউ সামনাসামনি সত্যি কথা বলে আর কেউ উপরে কাজ করে ভিতরে সমঝোতা করে চলে।''

আরও পড়ুন- আমার এলার্জি শুরু হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টের বাজি-সম্মতির পর ভেঙে পড়লেন রোশনি আলি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.