১০ বছরে সরকারে থেকে সরকারের সবটা খেয়ে নির্বাচনে এর সাথে ওর সাথে বোঝাপড়া: Mamata

একুশে এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি আর পরীক্ষা দিতে না পারে, বার্তা মমতার। 

Updated By: Dec 15, 2020, 08:27 PM IST
১০ বছরে সরকারে থেকে সরকারের সবটা খেয়ে নির্বাচনে এর সাথে ওর সাথে বোঝাপড়া: Mamata

নিজস্ব প্রতিবেদন: নির্বাচন যত এগিয়ে আসছে, বেসুরো বাজছেন তৃণমূলের একাধিক নেতা। মঙ্গলবার কারও নাম করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নেত্রীর স্পষ্ট বার্তা,'১০ বছর দলের হয়ে খেয়ে, ১০ বছরে সরকারে থেকে সরকারের সবটা খেয়ে নির্বাচনে এর সাথে ওর সাথে বোঝাপড়া করলে আমি কিন্তু তাঁদের টলারেট করি না।' 

দলে কেউ ছোট-বড় নয়, সেই বার্তা দিয়ে এ দিন মমতা (Mamata Banerjee)বলেন,'তৃণমূল কংগ্রেসের এটাই শপথ থাকবে, আমি বড় বা ও বড় কোনও প্রয়োজন নেই। ১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছরে সরকারে থেকে সরকারের সবটা খেয়ে নির্বাচনে এর সাথে ওর সাথে বোঝাপড়া করছে। আমি কিন্তু তাদের টলারেট করি না। এটা মাথায় রাখবেন।' একুশে বড় পরীক্ষা বলেও মনে করিয়ে দিয়েছেন নেত্রী। তাঁর কথায়,'১০ বছর ৩৬৫ দিন যাঁরা মানুষের সঙ্গে ছিলেন, তাঁদের পরীক্ষা দিতে হবে। একুশে এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি আর পরীক্ষা দিতে না পারে। সিপিএম বিজেপির হয়ে দালালি না করতে পারে। কংগ্রেস বিজেপির হয়ে দালালি না করতে পারে।'

আরও পড়ুন - হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

এ দিনই একটি সভায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'কেউ কেউ আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। অনেক বড় বড় পদে আছেন। আপনারা কিছু দিন পরে বুঝতে পারবেন। চট ঘেরা জায়গাটায় যাবে জনতা। তাঁদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থা অনিল বসু, লক্ষ্মণ শেঠ, বিনয় কোঙারের মতো হবে।' সূত্রের খবর, শনিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। এরপর শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়াশিবিরে যোগ দেবেন শুভেন্দু।       

আরও পড়ুন- BJP হিন্দুদের ভোটটা নেবে, ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব?: Mamata

.