Mamata Banerjee | Mahua Moutra: লোকসভায় প্রার্থী মহুয়াই? ইন্ডোরে বড় কথা মমতার

সমর্থনের এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে ঘিরে বিতর্কের বিষয়ে নীরবতা বজায় রেখেছিলেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে দুই কোটি টাকা ঘুষ এবং বিলাসবহুল উপহার সামগ্রী নেওয়ার অভিযোগ করা হয়েছে।

Updated By: Nov 23, 2023, 02:58 PM IST
Mamata Banerjee | Mahua Moutra: লোকসভায় প্রার্থী মহুয়াই? ইন্ডোরে বড় কথা মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিষেকের পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা থেকে বহিষ্কারকে ঘিরে বিতর্কে তাঁর দীর্ঘ নীরবতা ভেঙেছেন।

পার্টির সুপ্রিমো কলকাতায় একটি অনুষ্ঠানে বলেন, ‘মহুয়াকে লোকসভা থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। তবে এর ফলে ভোটে মহুয়ারই আরও সুবিধা হবে’।

সমর্থনের এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে ঘিরে বিতর্কের বিষয়ে নীরবতা বজায় রেখেছিলেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে দুই কোটি টাকা ঘুষ এবং বিলাসবহুল উপহার সামগ্রী নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, এই মাসের শুরুতে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির দফতরে হাজিরার পর কেন্দ্রকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথা উঠতেই বিজেপি নিশানা করেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee: অনেক সহ্য করেছি এবার ৮ জনকে জেলে ভরব: মমতা

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে এলে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘এথিকস কমিটিতে বহু মামলাই পড়ে রয়েছে। এক দেড় মাস আগে যখন নয়া সংসদভাবনে বিশেষ অধিবেশন ডাকা হয় তখন সেই অধিবেশনে বিজেপি সাংসদ রমেশ বিদুড়ি অকথ্য ভাষা ব্যবহার করেছিলেন। সংসদের গরিমা নষ্ট করেছিলেন। এরকম বিজেপির বহু সাংসদ রয়েছেন যাদের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়েছিল। কিন্তু তার কোনও শুনানি হয়নি। কেউ যদি সরকারকে প্রশ্ন করতে চায়, আদানিদের অনিয়ম নিয়ে জানতে চায় তাহলে কীভাবে তার সাংসদ পদ খারিজ করতে চাওয়া হয় তা এখন দেখা যাচ্ছে’।

আরও পড়ুন: Abhishek Banerjee: মমতার ডাকা নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে 'নেই' অভিষেক! বদলে....

তিনি আরও বলেন, ‘এথিকস কমিটির সুপারিশের নথির যে অংশ আমার কাছে এসেছে তাতে এথিকস কমিটির চেয়ারম্যান লিখেছেন, এঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে পদক্ষেপ নেওয়া হোক। আমার প্রশ্ন, যদি মহুয়ার বিরুদ্ধে কিছু না থাকে তাহলে আপনি কীভাবে সাংসদপদ খারিজের সুপারিশ করতে পারেন? আমার মনে হয়, নিজের লড়াই নিজেই লড়ে নেওয়ার ক্ষমতা মহুয়া মৈত্রের রয়েছে। আমাকেও গত চার বছর ধরে ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন মামলায় জুড়ে দেওয়া হয়েছে। এটা এদের কাজের পদ্ধতি। এসব প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.