কেন্দ্রের সমালোচনায় মমতা, সরব হলেন ফেসবুকে
লোকসভা ভোটের ঠিক আগে আসন পিছু প্রচার খরচের ঊর্ধ্বসীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন থেকে আসন পিছু প্রচারে খরচ করা যাবে সত্তর লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কড়া নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, এর ফলে পুঁজিবাদী প্রার্থী ও বড় রাজনৈতিক দলগুলি বাড়তি সুবিধা পাবে। এই সিদ্ধান্ত ভোটপ্রচারে দুর্নীতি ও কালো টাকার ব্যবহারেও প্রশ্রয় দেবে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটের ঠিক আগে আসন পিছু প্রচার খরচের ঊর্ধ্বসীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন থেকে আসন পিছু প্রচারে খরচ করা যাবে সত্তর লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কড়া নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, এর ফলে পুঁজিবাদী প্রার্থী ও বড় রাজনৈতিক দলগুলি বাড়তি সুবিধা পাবে। এই সিদ্ধান্ত ভোটপ্রচারে দুর্নীতি ও কালো টাকার ব্যবহারেও প্রশ্রয় দেবে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দশ পরীক্ষার্থী। আহত দশ জনের মধ্যে হাসপাতালেই নয় জনকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা হয়। কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই পরীক্ষার্থী পরে পরীক্ষা দিতে পারবে।