Mamata Banerjee: সজনেখালি যাচ্ছেন মমতা, গোসবার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী

 সূত্রের খবর, এদিনই ফিরে আসবেন তিনি। মনে করা হচ্ছে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মমতা। কিছুদিন আগে কৃষ্ণনগর সফরে গিয়ে আরও নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Nov 19, 2022, 01:46 PM IST
Mamata Banerjee: সজনেখালি যাচ্ছেন মমতা, গোসবার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী
ফাইল ছবি

সুতপা সেন: ২৯ নভেম্বর সজনেখালি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দক্ষিণ ২৪ পরগনা যাওয়ার সূচি সরকারি সূত্রে জানা যায়নি। ২৯ তারিখ যাওয়ার পর গোসবার মাঠে জনসভা করবেন। এমনকী রাতে সজনে খালি থাকার সম্ভাবনাও রয়েছে। ৩০ তারিখ লঞ্চে নদীর ভাঙন ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিনই ফিরে আসবেন তিনি। মনে করা হচ্ছে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মমতা। কিছুদিন আগে কৃষ্ণনগর সফরে গিয়ে আরও নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জনসভায় সুন্দরবন এবং বসিরহাটের আলাদা জেলা তৈরির কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন, SSKM Fire: এসএসকেএম অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত? নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে ব্লক রয়েছে ১৯ টি। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। আর উত্তর ২৪ পরগনার মধ্যে বাকি যে ছটি ব্লক থাকবে তা নিয়ে তৈরি হতে পারে বসিরহাট জেলা। সজনেখালি সফরে এই নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। সাধারণ মানুষের সমস্যার কথা জানতে পারেন। ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকও রয়েছে তাঁর। সেটা সেরেই সত্ত্বর রওনা দেবেন সজনেখালির পথে। 

উল্লেখ্য, নজরে পঞ্চায়েত ভোট। সে কারণেই জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরেও গিয়েছিলেন তিনি। এদিকে পঞ্চায়েত ভোটের যখন সিএএ ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি, নদীয়ায় ভোটের ময়দানে বড় ফ্যাক্টর মতুয়ারা। জেলার ১৭টি বিধানসভা আসনেই ভোটারদের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের। রাজনৈতিক মহলের মতে, সিএএ ইস্যুর প্রভাব পড়বে মতুয়া ভোট ব্যাঙ্কে। অন্যদিকে, বেলপাহাড়ি, ঝাড়গ্রামের পর এবার মমতা যাচ্ছেন সুন্দরবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবারে জনসভা করেছেন সম্প্রতি। 

আরও পড়ুন, কমছে শহরের যুব সমাজের সমর্থন, বিশ্লেষণে মন সিপিআইএম-এর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.