কেন্দ্রে নতুন সরকার এসে আর্থিক নীতি পুনর্গঠন করুক, মমতার মন্তব্যে চেপে ধরেছে বিরোধী শিবির

লোকসভা ভোটের পর কেন্দ্রে কংগ্রেস সরকার চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, নতুন সরকার ক্ষমতায়এসে কেন্দ্র-রাজ্য আর্থিক ক্ষমতার বিষয়টি পুনর্গঠন করুক। ব্রিগেডের সভায় মোদী-রাজনাথরা কিন্তু কেন্দ্রীয় আর্থিক সহায়তা নিয়ে মমতার দাবি সমর্থনের ইঙ্গিত দিয়েই গেছেন। আর ঠিক এখানেই শাসকদলকে চেপে ধরেছে বিরোধী বাম ও কংগ্রেস।

Updated By: Feb 17, 2014, 10:54 PM IST

লোকসভা ভোটের পর কেন্দ্রে কংগ্রেস সরকার চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, নতুন সরকার ক্ষমতায়এসে কেন্দ্র-রাজ্য আর্থিক ক্ষমতার বিষয়টি পুনর্গঠন করুক। ব্রিগেডের সভায় মোদী-রাজনাথরা কিন্তু কেন্দ্রীয় আর্থিক সহায়তা নিয়ে মমতার দাবি সমর্থনের ইঙ্গিত দিয়েই গেছেন। আর ঠিক এখানেই শাসকদলকে চেপে ধরেছে বিরোধী বাম ও কংগ্রেস।

তিরিশে জানুয়ারি ব্রিগেডে এই হুঙ্কার শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। সোমবার বিধানসভায় ভাষণে বিজেপি সম্পর্কে মুখ্যমন্ত্রীর মূল্যায়ন, বাবরিকাণ্ড কেউ মেনে নিতে পারেনি। তবে ভাষণের শেষে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য রীতিমতো তাত্পর্যপূর্ণ। তিনি বলেন কেন্দ্রে এই সরকার থাকবে না। নতুন সরকার আসুক। রিস্ট্রাকচারিং হোক। কথা বলে রিস্ট্রাকচারিং যদি করে নেয়, তাহলে আমরা দেখিয়ে দেব। বাংলায় স্বর্ণযুগ ফিরে আসবে।

রাজ্যের ঋণ মকুবের দাবি গত আড়াই বছর ধরে করে আসছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র তা মানেনি। ব্রিগেডে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নরেন্দ্র মোদী-রাজনাথ সিংরা। আর সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই ফের কটাক্ষ বামেদের।

শুধু বামেরা নয়, সোচ্চার হয়েছে কংগ্রেসও।

.