শর্ট স্ট্রিট কাণ্ডে ১২৬ দিন পর জামিন স্কুলের প্রধান শিক্ষিকা মমতা আগরওয়ালের
১২৬ দিন পর জামিন পেলেন শর্টস্ট্রিট কাণ্ডে মূল অভিযুক্ত মমতা আগরওয়াল। দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালের ১১ নভেম্বর শর্টস্ট্রিটের একটি স্কুলে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয় দুজনের। এরপরেই গ্রেফতার করা হয় স্কুলের প্রধান শিক্ষিকা মমতা আগরওয়ালকে।
১২৬ দিন পর জামিন পেলেন শর্টস্ট্রিট কাণ্ডে মূল অভিযুক্ত মমতা আগরওয়াল। দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালের ১১ নভেম্বর শর্টস্ট্রিটের একটি স্কুলে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয় দুজনের। এরপরেই গ্রেফতার করা হয় স্কুলের প্রধান শিক্ষিকা মমতা আগরওয়ালকে।
২০১৩ সালের ১১ই নভেম্বর ভোর রাতে শর্টস্ট্রিটের এই স্কুলেই হানা দেয় একদল সশস্ত্র যূবক। পাঁচিল টপকে স্কুলে ঢোকার পর আচমকাই তাদের ওপর গুলি চালান স্কুলের প্রধান শিক্ষিকা মমতা আগরওয়াল। গুলিতে মৃত্যু হয় দু জনের। এরপরই প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করে শেক্সপিয়র সরনি থানা। তিনশো দুই ধারায় শুরু হয় মামলা। এরপর থেকে একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মমতা আগরওয়ালের আইনজীবী।
মঙ্গলবার মমতা আগরওয়ালের জামিন মঞ্জুর করে বিচারপতি শুভ্রকমল মুখার্জি এবং বিচারপতি শিবসাধন সাধুর ডিভিশন বেঞ্চ। শুধুমাত্র শারীরিক অসুস্থতাই নয়, তদন্তের কাজ শেষে হওয়ার কারণেও মমতা আগরওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতিরা।