আক্রমণের ধারেভারে দিনের শেষে মহম্মদ সেলিমই ম্যান অফ দ্য ম্যাচ
ডিসেম্বরের লাল ব্রিগেডে ঘটে গেল ভাষা বিপ্লব। মান্ধাতার আমলের স্লোগান, তত্ত্বের কচকচানি ছেড়ে চটকদারি ঢঙে শাসককে আক্রমণ সিপিএমের। সিনেমা, শায়েরি টেনে তীব্র কটাক্ষ। মমতাকে লাগাতার নিশানা করে ম্যান অফ দ্য ব্রিগেড মহম্মদ সেলিম। ফিল্মের নাম ম্যায় আজাদ হুঁ। ছবিতে এভাবেই কলেজ পড়ুয়াদের মাতিয়ে দিয়েছিলেন আজাদ অমিতাভ। তাঁর ঢঙেই রবিবার ব্রিগেড মাতালেন মহম্মদ সেলিম। এরপর আরও বড় হিট। রবিবারের ব্রিগেডে এটা নিঃসন্দেহে বড় চমক। কারণ মান্ধাতার আমলের স্লোগান আর রাজনীতির বইয়ের ভারী ভারী কথা জনসমাবেশে আওড়ানোর জন্য কম সমালোচনা শুনতে হয়নি সিপিএমকে। এবার কিন্তু সতর্ক করে দিয়েছিলেন ব্রিগেড সমাবেশের সভাপতি। নির্দেশ মতোই এদিন টি টোয়েন্টির ঝোড়ো ইনিংস খেলেছেন মহম্মদ সেলিম। চড়া সুরে আক্রমণ শানিয়েছেন একেবারে সাধারণ মানুষের ভাষায়। আক্রমণের ধারেভারে দিনের শেষে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।
ওয়েব ডেস্ক: ডিসেম্বরের লাল ব্রিগেডে ঘটে গেল ভাষা বিপ্লব। মান্ধাতার আমলের স্লোগান, তত্ত্বের কচকচানি ছেড়ে চটকদারি ঢঙে শাসককে আক্রমণ সিপিএমের। সিনেমা, শায়েরি টেনে তীব্র কটাক্ষ। মমতাকে লাগাতার নিশানা করে ম্যান অফ দ্য ব্রিগেড মহম্মদ সেলিম। ফিল্মের নাম ম্যায় আজাদ হুঁ। ছবিতে এভাবেই কলেজ পড়ুয়াদের মাতিয়ে দিয়েছিলেন আজাদ অমিতাভ। তাঁর ঢঙেই রবিবার ব্রিগেড মাতালেন মহম্মদ সেলিম। এরপর আরও বড় হিট। রবিবারের ব্রিগেডে এটা নিঃসন্দেহে বড় চমক। কারণ মান্ধাতার আমলের স্লোগান আর রাজনীতির বইয়ের ভারী ভারী কথা জনসমাবেশে আওড়ানোর জন্য কম সমালোচনা শুনতে হয়নি সিপিএমকে। এবার কিন্তু সতর্ক করে দিয়েছিলেন ব্রিগেড সমাবেশের সভাপতি। নির্দেশ মতোই এদিন টি টোয়েন্টির ঝোড়ো ইনিংস খেলেছেন মহম্মদ সেলিম। চড়া সুরে আক্রমণ শানিয়েছেন একেবারে সাধারণ মানুষের ভাষায়। আক্রমণের ধারেভারে দিনের শেষে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।