অগ্নিমূল্য বাজার, সরেজমিনে খতিয়ে দেখতে EB-র অভিযান

এবারে বাজার দর স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য। মঙ্গলবার সে কারণেই অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

Updated By: Jul 6, 2021, 11:42 AM IST
অগ্নিমূল্য বাজার, সরেজমিনে খতিয়ে দেখতে EB-র অভিযান

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রভাবে রাজ্যে বিধিনিষেধ জারি, তারওপরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কাঁচা সবজি। তার ফলেই পাইকারি ও খুচরো বাজারে আগুন। সমস্ত কাঁচা সবজির অস্বাভাবিক দাম বেড়েছে। মাথায় হাত মধ্যবিত্তের। এবারে বাজার দর স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য। মঙ্গলবার সে কারণেই অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

এদিন মানিকতলা বাজারে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। সেখানে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন অবস্থা। এদিন মানুষের অসুবিধা দূর করতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি সরেজমিনে বাজার ঘুরে দেখছেন। তিনি বলেন, ''সবজি এবং চিকেন দাম একটু বেড়েছে। কলকাতা পুলিসের তরফে নজরদারি থাকছে। সব জায়গায় সমান দাম বেঁধে দেওয়া হয়েছে। দাম বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। বৃষ্টিতে সবজি ও চিকেনের দামের ফারাক এসেছে। দোকানে দোকানে দামে খুব বড় ফারাক নেই।''

আরও পড়ুন, 'এক তরফা নির্দেশ', ভোট পরবর্তী হিংসা মামলায় পুনর্বিবেচনা চায় রাজ্য

আজ সকালে কলকাতার তিনটি বাজার পরিদর্শনে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ফল, সবজি, মাছের বাজার ঘুরে খতিয়ে দেখেন দাম। 

 

 

.