বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে রাজ্য

বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। চলছে হয়রানি, বাড়ছে ক্ষোভ। মাঝেমধ্যে CMRI কাণ্ডের মতো, ফাটছে ক্ষোভের আগ্নেয়গিরি। চিকিত্‍সার নামে ব্যবসা মানবে না সরকার। এনিয়ে এবার সরাসরি ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে, আজ টাউন হলে সব বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের জরুরি তলব করা হয়েছে।

Updated By: Feb 22, 2017, 08:54 AM IST
বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে রাজ্য

ওয়েব ডেস্ক: বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। চলছে হয়রানি, বাড়ছে ক্ষোভ। মাঝেমধ্যে CMRI কাণ্ডের মতো, ফাটছে ক্ষোভের আগ্নেয়গিরি। চিকিত্‍সার নামে ব্যবসা মানবে না সরকার। এনিয়ে এবার সরাসরি ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে, আজ টাউন হলে সব বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের জরুরি তলব করা হয়েছে।

চিকিত্‍সা পরিষেবা নিয়ে কড়া প্রশ্নবাণ তৈরি মুখ্যমন্ত্রীর হাতে। নবান্ন সূত্রে খবর, তিনি জানতে চাইবেন-  

  1. ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী চলার কথা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির, তা আদৌ মানা হচ্ছে?
  2. কোন চিকিত্‍সায় কত খরচ, তা স্পষ্ট করতে সবার চোখের সামনে রেট চার্ট থাকার কথা, অথচ তা করা হয় না কেন?
  3. জমি লিজের সময় বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে রাজ্যের চুক্তিমতো, গরিবদের বিনা পয়সায় চিকিত্‍সা, তাঁদের জন্য বেড বরাদ্দ সহ বিশেষ সুযোগসুবিধা দেওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না কেন?
  4. প্যাকেজে এক কথা বলে, পরে অনেক বেশি টাকা নেওয়ার মতো অভিযোগ কেন বারবার উঠছে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের বিরুদ্ধে?
  5. একই টেস্ট, অথচ একেক জায়গায় তার খরচ আলাদা, এমন হচ্ছে কেন?
.