'গ্রিনসিটি, খেলসিটি তৈরি করবে HIDCO', চেয়ারম্যান পদে বসে ঘোষণা Firhad-র

মমতা জমানায় প্রথমবার হিডকোর চেয়ারম্যান হলেন রাজ্যের মন্ত্রী।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jul 30, 2021, 08:28 PM IST
'গ্রিনসিটি, খেলসিটি তৈরি করবে HIDCO',  চেয়ারম্যান পদে বসে ঘোষণা Firhad-র

নিজস্ব প্রতিবেদন: গ্রিনসিটি, খেলসিটি তৈরি করবে হিডকো। সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানালেন ফিরহাদ হাকিম। বললেন, 'হিডকোকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখছি। সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে হবে। মর্ডান টাউনশিপের উপর জোর দিয়েছেন মুখ্য়মন্ত্রী। নিউটাউন নিয়ে অত্যন্ত উৎসাহী তিনি। গ্রিনসিটি, খেলসিটি তৈরি করা যায় কিনা, দেখছি'।

বাম আমলে হিডকোর দায়িত্ব সামলাতেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। কিন্তু রাজ্যের পালাবদলের পর কোনও মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করেননি মমতা বন্দ্য়োপাধ্যায়। বরং ঘোষণা করেছিলেন, দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না। হিডকোর চেয়ারম্যান হবেন সরকারি আধিকারিক। হিডকোর জমি বণ্টনের সিদ্ধান্তে অনুমোদন দেবে মন্ত্রিসভা। গৌতম দেবের আমলে হিডকোর (HIDCO) জমি দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল (TMC)। ২০১১ সালে পালাবদলের পর সেই সব জমি ফেরত নেয় সরকার। 

আরও পড়ুন: টিকাকরণ সম্পূর্ণ হলেই ভোট, BJP-কে অনুসরণ করে বিধায়ককে মুখ্যমন্ত্রী করুন: Suvendu

১০ বছর পর সেই সিদ্ধান্ত বদলে গেল। হিডকোর চেয়ারম্যান হলেন রাজ্যের আবাসন ও পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন তাঁর হাতে দায়িত্বভার তুলেন দেন সংস্থার পূর্বতন চেয়ারম্যান দেবাশিস সেন। সাংবাদিক সম্মেলনে ফিরহাদ বলেন, 'আমরা প্রথম হিডকোয় এলাম। দেবাশিসবাবুর সঙ্গে বহুদিন কাজ করেছি। আমি যখন প্রথম মন্ত্রী হই, তখন উনি নগরোন্নয়ন দফতরের সচিব। ভালো লাগছে, আবার একসঙ্গে কাজ করব'। এদিন হিডকোর কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.