ভাতা বন্ধে দ্বিধাবিভক্ত ইমাম সম্প্রদায়
ইমাম ভাতা বন্ধে হাইকোর্টের রায় ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের ইমাম সম্প্রদায়। একটা অংশ যখন আঙুল তুলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, অন্য অংশের তখন দাবি, দরকারে অর্ডিন্যান্স জারি করে ভাতা চালু রাখার ব্যবস্থা করবে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ইমামদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত অসাংবিধানিক। হাইকোর্টের সিদ্ধান্ত ঘিরে দ্বিধাবিভক্ত রাজ্যের ইমামরা।
ইমাম ভাতা বন্ধে হাইকোর্টের রায় ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের ইমাম সম্প্রদায়। একটা অংশ যখন আঙুল তুলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, অন্য অংশের তখন দাবি, দরকারে অর্ডিন্যান্স জারি করে ভাতা চালু রাখার ব্যবস্থা করবে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ইমামদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত অসাংবিধানিক। হাইকোর্টের সিদ্ধান্ত ঘিরে দ্বিধাবিভক্ত রাজ্যের ইমামরা।
শুধু এই প্রশ্নেই নয়, সমস্যার সমাধান কীভাবে হবে তা নিয়েও মতভেদ তৈরি হয়েছে ইমাম সম্প্রদায়ের মধ্যে। একটি অংশের দাবি, তাঁদের সঙ্গে কথা বলে অবিলম্বে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হোক রাজ্য সরকার। অন্যদিকে, টিপু সুলতান মসজিদের ইমাম মনে করেন, হাইকোর্টের এই রায়ের পরও ভাতা দিতে কোনও সমস্যা নেই রাজ্য সরকারের।
আগামী ১০ তারিখ ইমামদের বেশকিছু সংগঠন রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। অন্য অংশের দাবি, তারা আছেন মুখ্যমন্ত্রীর পাশেই।