মার্কশিট বিভ্রান্তি, ২৫ নম্বরের পরীক্ষায় স্যারদের কেউ পেলেন ৩০ কেউ ২৮

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাটুকু ঠিকমতো করাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার চূড়ান্ত অপদার্থতা সামনে এল শিক্ষকদের বেসিক ট্রেনিংয়ের পরীক্ষাতেও। মোট পঁচিশ নম্বরের পরীক্ষায়, কেউ পেলেন তিরিশ, কেউ আঠাশ। এক-আধজনের ক্ষেত্রে মার্কশিট-বিভ্রাট হয়নি। রাজ্যে পয়ষট্টি হাজার শিক্ষকের মার্কশিটে একই ভুল।  

Updated By: Sep 22, 2015, 07:04 PM IST
মার্কশিট বিভ্রান্তি, ২৫ নম্বরের পরীক্ষায় স্যারদের কেউ পেলেন ৩০ কেউ ২৮

ওয়েব ডেস্ক: প্রাথমিকে নিয়োগের পরীক্ষাটুকু ঠিকমতো করাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার চূড়ান্ত অপদার্থতা সামনে এল শিক্ষকদের বেসিক ট্রেনিংয়ের পরীক্ষাতেও। মোট পঁচিশ নম্বরের পরীক্ষায়, কেউ পেলেন তিরিশ, কেউ আঠাশ। এক-আধজনের ক্ষেত্রে মার্কশিট-বিভ্রাট হয়নি। রাজ্যে পয়ষট্টি হাজার শিক্ষকের মার্কশিটে একই ভুল।  

প্রাথমিকে টেট পরীক্ষার দুদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। প্রশ্ন ঠিকমতো পৌছে দেওয়াটুকুও নিশ্চিত করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার শিক্ষকদের বেসিক ট্রেনিং নিয়েও সামনে চলে এল, চূড়ান্ত অপদার্থতার নজির। মোট পঁচিশ নম্বরের পরীক্ষা। অথচ মার্কশিটে কাউকে দেওয়া হয়েছে তিরিশ, কেউ পেয়েছেন আঠাশ। এক-আধজন নয়, এই ভুল হয়েছে প্রায় পয়ষট্টি হাজার শিক্ষকের মার্কশিটে। কী করে হল এমন মারাত্মক ভুল? নিরুত্তর পর্ষদ।

.