কলকাতার আকাশ সাফ হলেও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী জেলার মত্সজীবীদের

Updated By: Aug 19, 2019, 08:01 AM IST
কলকাতার আকাশ সাফ হলেও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

নিজস্ব প্রতিবেদন: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের পর সোমবার কলকাতার আকাশ অনেকটাই সাফ। রোদও উঠেছে। রবিবার সন্ধেয় বৃষ্টি হওয়ায় এখনও জল জমে রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। তবে আকাশে আপাতত মেঘ না থাকলেও বিকেলের দিকে মাঝে মধ্যে দু’এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয় দফতর।

আরও পড়ুন-‘কাশ্মীর নয়, শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই এবার কথা হবে’, ইসলামাবাদকে সাফ হুঁশিয়ারি রাজনাথের

বর্ষা চলে যাওয়ার পরও বৃষ্টি না হওয়ায় কপালে চিন্তা ভাঁজ পড়েছিল দক্ষিণবঙ্গের ধান চাষীদের। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর তাঁরা এখন অনেকটাই স্বস্তিতে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী জেলার মত্সজীবীদের।

আরও পড়ুন-১৮ অগাস্ট ১৯৪৫-কে সরকারিভাবে নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা করে বিতর্কে পিআইবি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।  

.