মন্ত্রী আশ্বাসই সার, ট্যাক্সির দাদাগিরি চলছেই, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চালক

মন্ত্রী আশ্বাসই সার, ট্যাক্সির দাদাগিরি চলছেই, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চালক

Updated By: Jul 13, 2014, 03:25 PM IST

খোদ কলকাতার বুকে ফের ট্যাক্সি চালকের দাদাগিরি। মহিলাযাত্রীর সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল চালককে। তোলা হল আলিপুর আদালতে। রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই ঘটনা।

ট্যাক্সি, অটোর দৌরাত্ম্য নিয়ে পরিবহণমন্ত্রীর আশ্বাসই সার। পার্ক স্ট্রিটের পর এবার বানতলা। শনিবার রাতে আক্রান্ত হলেন মহিলা। কী ঘটেছিল শনিবার রাতে?

পৌনে এগারোটায় চিংড়িঘাটা থেকে ট্যাক্সিতে উঠেছিলেন এক মহিলা। মিটারে ভাড়া মেটাবেন, চালকের সঙ্গে রফা হয়েছিল। গন্তব্য বানতলা। কিন্তু গন্তব্যস্থলের অনেক আগেই কয়লা ডিপোর কাছে অদ্ভুত আবদার ধরলেন চালক। ভাড়া মিটিয়ে ওইখানেই নেমে যেতে হবে যাত্রীকে। অত রাতে কী করে গন্তব্যে পৌছবেন মহিলা? চালকের এক গোঁ, ভাড়া মিটিয়ে নেমে যান। মহিলা অস্বীকার করলে ওই চালক শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

আতঙ্কে চলন্ত ট্যাক্সি থেকে ঝাঁপ দেন ওই মহিলা। মহিলার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চালক। রাত তখন এগারোটা। অন্ধকার বানতলার রাস্তায় সাহায্য চেয়েও পাননি মহিলা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে এক পুলিস সার্জেন্টের। পরমা আইল্যান্ডের কাছে ধরা পড়ে চালক। রবিবার তাকে তোলা হয় আলিপুর আদালতে।

বানতলার রাস্তায় জ্বলে না আলো। ঘুটঘুটে অন্ধকার সমাজবিরোধের স্বর্গরাজ্য। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী।

.