Mamata Banerjee: শিয়রে বিধানসভার অধিবেশন, ১ সপ্তাহ এগিয়ে এল মন্ত্রিসভার বৈঠক

১৩ জুন থেকে শুরু বাদল অধিবেশন। সোমবার মন্ত্রিসভার বৈঠক সেরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jun 5, 2022, 10:31 PM IST
Mamata Banerjee: শিয়রে বিধানসভার অধিবেশন, ১ সপ্তাহ এগিয়ে এল মন্ত্রিসভার বৈঠক

সুতপা সেন: বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৩ জুন। স্রেফ রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর বিলই নয়, এবার অধিবেশনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠক এক সপ্তাহ এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, সোমবার বৈঠক সেরে উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।

চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছিল আগেই। রাজ্যপাল জগদীপ ধনখড়ের বদলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এমনকী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদেও আর থাকছেন না রাজ্যপাল! ভিজিটর পদে বসানো হতে পারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি ইতিমধ্যেই আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: KLO Chief Jeevan Singh: কামতাপুরে পা দেবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি KLO প্রধানের

বিধানসভা আসন্ন বাদল অধিবেশনেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল পাশ হতে পারে। সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'ভিজিটর' বিলও। কিন্তু দুটি বিল নয়, বরং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আলাদা বিল পাশ করাতে হবে। মাত্র এক সপ্তাহেই কীভাবে বিলগুলি পাস করানো যাবে? পূর্ব নির্ধারিত ১৩ জুনের বদলে, আগামিকাল সোমবারই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: CBI Quizzes TMC Leader: ইলামবাজারে বিজেপি কর্মী খুন, এবার অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাকে টানা জেরা সিবিআইয়ের

এদিকে মন্ত্রিসভার বৈঠক পর আগামিকাল ৩ দিনে সফরে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন হাসিমারায়। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কর্মিসভা। বুধবার একটি গণবিবাহের আসরে উপস্থিত থাকবেন। সেদিন বিকেলেই ফিরবেন কলকাতায়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.