রাজ্যে করোনায় আক্রান্ত-মৃতের পরিসংখ্যান নিয়ে টুইট যুদ্ধ অমিত-কাকলির

"বিজেপির আইটি সেলের সিইও, যার নাকি ফেক নিউজ ছড়ানোয় পিএইচডি আছে, সে পরিসংখ্যানের সত্যি-মিথ্যা নিয়ে টুইট করছে।"

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Apr 6, 2020, 06:18 PM IST
রাজ্যে করোনায় আক্রান্ত-মৃতের পরিসংখ্যান নিয়ে টুইট যুদ্ধ অমিত-কাকলির

নিজস্ব প্রতিবেদন : করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালিয়া। এবার তার জবাব দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। টুইটে চাঁছাছোলা ভাষায় কাকলি একহাত নেন অমিত মালব্যকে।

প্রথমে টুইটে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লেখেন, "কী লুকাচ্ছেন মমতা ব্যানার্জি? ২, ৩ ও ৫ তারিখে পশ্চিমবঙ্গ সরকার কোনও বুলেটিন প্রকাশ করল না। আশ্চর্যজনকভাবে ৪ তারিখে প্রকাশিত বুলেটিনে কোভিড-এ আক্রান্ত মৃতের সংখ্যার কোনও উল্লেখ নেই।" একইসঙ্গে করোনাতেই মৃত্য়ু কিনা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞ কমিটিকে দেওয়া মমতা সরকারের নির্দেশিকাকে কটাক্ষও করেন অমিত মালব্য।

এরপরই আসরে নামেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চাঁছাছোলা ভাষায় পাল্টা জবাব দেন বারসতের সাংসদ। ভুয়ো, মিথ্যে খবর ছড়ানোয় অমিত মালব্যের পিএইচডি করেছেন বলে কটাক্ষ করেন তিনি। কাকলি ঘোষ দস্তিদার পাল্টা টুইটে লেখেন, "বিজেপির আইটি সেলের সিইও, যার নাকি ফেক নিউজ ছড়ানোয় পিএইচডি আছে, সে পরিসংখ্যানের সত্যি-মিথ্যা নিয়ে টুইট করছে। মনে হচ্ছে covid-19-ই সোস্যাল ডিসট্যান্সিং নিয়ে কথা বলছে। আবার লকডাউন ভাঙায় আপনাকে অভিযুক্ত করছে!"

আরও পড়ুন, 'ফেক নিউজ ছড়াচ্ছে আইটি সেল... রাজ্যে করোনা আক্রান্ত ৬১, মৃত ৩'

.