ভোট পরিচালনার পুরনো দায়িত্বেই কি ফিরছেন মুকুল রায়?

বৃত্ত সম্পূর্ণ। এবার কাজ। ভোট পরিচালনার পুরনো দায়িত্বেই কি ফিরছেন মুকুল রায়? এই গুঞ্জনের মধ্যেই সক্রিয়ভাবে কাজে নেমে পড়লেন তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ড। ছেলের সমর্থনে কাঁচরাপাড়ার মিছিল সেরেই সোজা কালীঘাট। বৃত্ত সম্পূর্ণ হয়েছিল শুক্রবারই। একবছর পর তৃণমূল ভবনে পা রাখেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজটা করে দেন দলনেত্রী। ফের সক্রিয় হতে চলেছেন মুকুল রায়। স্পষ্ট বুঝিয়ে দেন নেত্রী। সেইমতো কাজে নেমেও পড়লেন মুকুল রায়। প্রায় এক বছর পর ফের তৃণমূলের মিছিল দেখা গেল তাঁকে। এদিন সকাল নটা নাগাদ  কাঁচড়াপাড়ায় শুভ্রাংশু রায়ের সমর্থনে মিছিলে হাঁটেন তিনি। উড়ে এল প্রশ্ন, ভোটপ্রচার নাকি ফের কাজ শুরু করা?

Updated By: Jan 30, 2016, 09:51 PM IST
ভোট পরিচালনার পুরনো দায়িত্বেই কি ফিরছেন মুকুল রায়?

ওয়েব ডেস্ক: বৃত্ত সম্পূর্ণ। এবার কাজ। ভোট পরিচালনার পুরনো দায়িত্বেই কি ফিরছেন মুকুল রায়? এই গুঞ্জনের মধ্যেই সক্রিয়ভাবে কাজে নেমে পড়লেন তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ড। ছেলের সমর্থনে কাঁচরাপাড়ার মিছিল সেরেই সোজা কালীঘাট। বৃত্ত সম্পূর্ণ হয়েছিল শুক্রবারই। একবছর পর তৃণমূল ভবনে পা রাখেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজটা করে দেন দলনেত্রী। ফের সক্রিয় হতে চলেছেন মুকুল রায়। স্পষ্ট বুঝিয়ে দেন নেত্রী। সেইমতো কাজে নেমেও পড়লেন মুকুল রায়। প্রায় এক বছর পর ফের তৃণমূলের মিছিল দেখা গেল তাঁকে। এদিন সকাল নটা নাগাদ  কাঁচড়াপাড়ায় শুভ্রাংশু রায়ের সমর্থনে মিছিলে হাঁটেন তিনি। উড়ে এল প্রশ্ন, ভোটপ্রচার নাকি ফের কাজ শুরু করা?

তিনি যাই বলুন, দলে তাঁর গুরুত্ব নিয়ে কোনও সন্দেহের অবকাশই আর থাকল না, যখন মিছিল সেরে সোজা পৌছে গেলেন কালীঘাট। পুরুলিয়া ও বাঁকুড়ার নেতাদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তাদের দিকে চোখ রাখতেই ছবিটা পরিষ্কার হয়ে গেল আরও।বক্তা চারজন। সুব্রত বক্সি, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের বৈঠকের পর যে গুঞ্জন ওঠে, কী পদ পেতে চলেছেন মুকুল রায়, আজ কার্য়ত পার্টির বৈঠকে তাঁর বক্তব্য স্পষ্ট করে দিল, তিনি পুরনো জায়গাতেই ফিরে আসার দিকে।তিনি বলেন, তৃণমূল কংগ্রেস থাকলেই তাঁরা আছেন। নইলে আলাদা করে কারও কোনও অস্তিত্ব নেই। এদিনের বৈঠকে বাঁকুড়া জেলা সভাপতি এবং জেলা সভাধিপতি বকুনি খান নেত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কড়া ভাষায় সতর্ক করে দেন নেতাদের। নির্বাচনের কাজে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন নেত্রী।

.