উদ্বোধনের রাতেই লুঠ নাবন্ন এলাকায়, প্রশ্নে নিরাপত্তা
গতকালই গৃহপ্রবেশ হয়েছে। নবান্নের উদ্বোধনের রাতেই লুঠের ঘটনা ঘটল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। গতকাল রাতে নবান্ন সংলগ্ন বাস টার্মিনালে ঘুমিয়ে ছিলেন ঠিকা কর্মীরা। অভিযোগ, রাত ২টো নাগাদ বাইকে করে একদল দুষ্কৃতী ওই এলাকায় হানা দেয়।
গতকালই গৃহপ্রবেশ হয়েছে। নবান্নের উদ্বোধনের রাতেই লুঠের ঘটনা ঘটল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। গতকাল রাতে নবান্ন সংলগ্ন বাস টার্মিনালে ঘুমিয়ে ছিলেন ঠিকা কর্মীরা। অভিযোগ, রাত ২টো নাগাদ বাইকে করে একদল দুষ্কৃতী ওই এলাকায় হানা দেয়।
কয়েকজন ঠিকা কর্মীর মোবাইল ও জিনিসপত্র হাতিয়ে নেয় তারা। বাইকে করে চম্পট দেওয়ার সময় আওয়াজে ঘুম ভেঙে যায় অন্যান্য ঠিকা কর্মীদের। এরপরই ঠিকা কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করলে বাইক ফেলেই পালিয়ে যায় তারা। ঘটনার কথা জানতে পেরে সকালে ওই এলাকায় তদন্তে যায় হাওড়া সিটি পুলিস। কিন্তু এখনও কোনও দুষ্কৃতীকে আটক করতে পারেনি তাঁরা। গতকালই হাওড়ার এইচআরবিসি ভবনে নতুন মহাকরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই নবান্ন সংলগ্ন এলাকাতেই এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।