নন্দীগ্রাম মামলার চার্জশিটে দায়ী গ্রামবাসীরাই, আদালতে সরব আক্রান্ত পরিবারের আইনজীবী

নন্দীগ্রাম মামলায় সিবিআইয়ের পেশ করা চার্জশিট আদালত অবমাননার সমান। প্রধান বিচারপতির এজলাসে এই অভিযোগ আনলেন নন্দীগ্রামে আক্রান্ত পরিবারের পক্ষের আইনজীবী। তাঁর দাবি এবছর সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে গ্রামবাসীদের দায়ী  করা হয়েছে। ঘটনার সাত বছর পর সিবিআইয়ের পেশ করা এই চার্জশিট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষনের সম্পূর্ণ বিপরীত।

Updated By: Sep 2, 2014, 04:26 PM IST
নন্দীগ্রাম মামলার চার্জশিটে দায়ী গ্রামবাসীরাই, আদালতে সরব আক্রান্ত পরিবারের আইনজীবী

কলকাতা: নন্দীগ্রাম মামলায় সিবিআইয়ের পেশ করা চার্জশিট আদালত অবমাননার সমান। প্রধান বিচারপতির এজলাসে এই অভিযোগ আনলেন নন্দীগ্রামে আক্রান্ত পরিবারের পক্ষের আইনজীবী। তাঁর দাবি এবছর সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে গ্রামবাসীদের দায়ী  করা হয়েছে। ঘটনার সাত বছর পর সিবিআইয়ের পেশ করা এই চার্জশিট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষনের সম্পূর্ণ বিপরীত।

নন্দীগ্রাম কাণ্ডে কলকাতা হাইকোর্টে ততকালীন প্রধান বিচারপতি এসএস নির্ঝর এবং পিনাকী চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পুলিসের গুলি  চালানো অসাংবিধানিক। যদিও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে গ্রামবাসীদেরই দায়ী করা হয়েছে।

 

.