ছাত্রী নিগ্রহের জের, নির্দিষ্ট আচরণবিধি তৈরির সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

ছাত্রী নিগ্রহের ঘটনার পর এবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আচরণবিধির তৈরির সিদ্ধান্ত নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এনিয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষা সংগঠনের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় বৈঠকে স্থির হয়েছে বেশকয়েকটি নির্দেশিকা।

Updated By: Sep 13, 2014, 09:51 AM IST
ছাত্রী নিগ্রহের জের, নির্দিষ্ট আচরণবিধি তৈরির সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

কলকাতা: ছাত্রী নিগ্রহের ঘটনার পর এবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আচরণবিধির তৈরির সিদ্ধান্ত নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এনিয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষা সংগঠনের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় বৈঠকে স্থির হয়েছে বেশকয়েকটি নির্দেশিকা।

যাদবপুরে ছাত্রী নিগ্রহের ঘটনার জেরে এবার বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে বিশেষ বৈঠক করলেন উপাচার্য। শুক্রবার ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি,অধ্যাপক,পড়ুয়া সহ সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে বেশকয়েকটি নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আই কার্ড রাখা  বাধ্যতামূলক করা হবে

বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় দুষ্কৃতী মূলক কাজের অভিযোগ উঠেছে সেসব জায়গায় মাঝেমধ্যেই টহলদারি চালাবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের প্রতিনিধিদের নিয়ে তৈরি বিশেষ কমিটি

সংস্কৃতি,নবীনবরনের মতো বিশ্ববিদ্যালয়ে যেধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানে কী করা যাবে আর কী করা যাবেনা, তা নিয়ে  নির্দেশিকা তৈরি হবে

বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সচেতনতা বাড়াতে ছাত্র শিক্ষকদের নিয়ে নির্দিষ্ট কমিটি তৈরি হবে। সেই কমিটি পড়ুয়াদের মধ্য সচেতনতা বাড়ানোর কাজ করবে। প্রয়োজনে তাদের কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করবে

এখন থেকেই ধাপে ধাপে এইসব নিয়ম কার্যকরী করার  ভাবনাচিন্তা শুরু করছে বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নয়ানির্দেশিকা যথেষ্টই কার্যকরী হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে ছাত্রী নিগ্রহের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যে খবর ধামাচাপার অভিযোগ উঠেছে পরবর্তী ক্ষেত্রে  যদি কোনও আধিকারিকেক বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তার কোনও উল্লেখ রাখা হয়নি নয়া নির্দেশিকায়।  

 

.