রাজ্যে নতুন সরকারি কলেজ হলে প্রতিবাদে যাওয়ার হুমকি শিক্ষক সমিতির
রাজ্যে নতুনভাবে কোনও সরকারি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হলে প্রতিবাদের পথে নামবে সরকারি কলেজ শিক্ষক সমিতি। সমিতির ৪২ তম সাধারণ সম্মেলনে আজ এই ঘোষণা করা হল। প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার সময় তীব্র প্রতিবাদ করেছিল সমিতি। সমিতির দাবি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হলে সমস্যা তৈরি হওয়ার তাঁরা আশঙ্কা করেছিলেন।
রাজ্যে নতুনভাবে কোনও সরকারি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হলে প্রতিবাদের পথে নামবে সরকারি কলেজ শিক্ষক সমিতি। সমিতির ৪২ তম সাধারণ সম্মেলনে আজ এই ঘোষণা করা হল। প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার সময় তীব্র প্রতিবাদ করেছিল সমিতি। সমিতির দাবি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হলে সমস্যা তৈরি হওয়ার তাঁরা আশঙ্কা করেছিলেন।
তাঁদের সেই আশঙ্কাই এখন সত্যি হচ্ছে। সমিতির মতে, রাজ্যের সমস্ত সরকারি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হলে রাজ্যের শিক্ষাক্ষেত্রের সামগ্রিক উন্নতি সম্ভব। এবিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে নির্দিষ্ট প্রস্তাবও পেশ করেছে সমিতি।