ত্রিফলাতেও শিক্ষা নেই, পুরসভার বিধি ভাঙার রেওয়াজের অভিযোগ উঠছেই
ত্রিফলা আলোকাণ্ডে বিতর্কের পরেও হুঁশ ফেরেনি কলকাতা পুরসভার। বিধি ভেঙে, টেন্ডার না ডেকেই পুরসভার সব অনুষ্ঠানের বরাত দেওয়া হচ্ছে একটি মাত্র ডেকোরেটিং সংস্থাকে। আজ এই অভিযোগ করেছেন কংগ্রেস কাউন্সিলর মালা রায়। পাশাপাশি ত্রিফলা আলোকাণ্ডের তদন্তে স্বচ্ছতার দাবি করে কংগ্রেসের তরফে পুর কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
ত্রিফলা আলোকাণ্ডে বিতর্কের পরেও হুঁশ ফেরেনি কলকাতা পুরসভার। বিধি ভেঙে, টেন্ডার না ডেকেই পুরসভার সব অনুষ্ঠানের বরাত দেওয়া হচ্ছে একটি মাত্র ডেকোরেটিং সংস্থাকে। আজ এই অভিযোগ করেছেন কংগ্রেস কাউন্সিলর মালা রায়। পাশাপাশি ত্রিফলা আলোকাণ্ডের তদন্তে স্বচ্ছতার দাবি করে কংগ্রেসের তরফে পুর কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
একটি মাত্র ডেকোরেটিং সংস্থাকে পুরসভার সব অনুষ্ঠানের বরাত দেওয়া নিয়ে সোচ্চার হলেন কংগ্রেস কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের বহু অনুষ্ঠানেরও খরচও যোগাচ্ছে পুরসভা। ফলে সামলাতে হচ্ছে বাড়তি খরচের ধাক্কা।ত্রিফলা আলোকাণ্ডের তদন্তে স্বচ্ছতার দাবি জানিয়ে সোমবার পুর কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দেন কংগ্রেস কাউন্সিলররা।
ত্রিফলা আলোকাণ্ডে মেয়রের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে জনস্বার্থ মামলা চলছে, এই যুক্তিতে কন্ট্রাক্টরদের বকেয়া পাওনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র। এরই মধ্যে ডেকোরেটিং সংস্থাকে বরাত দেওয়া নিয়ে কংগ্রেস বিধিভঙ্গের অভিযোগ আনায় নতুন করে চাপের মুখে পুর কর্তৃপক্ষ।