চুরি করতে এসে মুন্সিয়ানার পরিচয় দিল চোরের দল

চুরি করতে এসে রীতিমতো মুন্সিয়ানার পরিচয় দিল চোরের দল। CCTV বন্ধ করে নিখুঁত অপারেশন চালিয়ে পালাল তারা। ঘটনা নিউ আলিপুরের JK পাল রোডে একটি ক্যুরিয়ার সংস্থার অফিসে। আজ সকালে কর্মীরা এসে চুরির কথা জানতে পারেন। গতকাল রাতে অফিসে CCTV চালু ছিল। চোরেরা কাজ হাসিল করার আগে সেটি বন্ধ করে দেয়। অফিসে রাখা সাড়ে সাত লাখ টাকা খোয়া গিয়েছে বলে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। যে ভাবে চুরি হয়েছে তাতে পুলিস মনে করছে পরিচিত ও স্থানীয় দুষ্কৃতীরাই চুরির সঙ্গে জড়িত। তদন্ত চলছে।

Updated By: Oct 17, 2016, 08:16 PM IST
চুরি করতে এসে মুন্সিয়ানার পরিচয় দিল চোরের দল

ওয়েব ডেস্ক: চুরি করতে এসে রীতিমতো মুন্সিয়ানার পরিচয় দিল চোরের দল। CCTV বন্ধ করে নিখুঁত অপারেশন চালিয়ে পালাল তারা। ঘটনা নিউ আলিপুরের JK পাল রোডে একটি ক্যুরিয়ার সংস্থার অফিসে। আজ সকালে কর্মীরা এসে চুরির কথা জানতে পারেন। গতকাল রাতে অফিসে CCTV চালু ছিল। চোরেরা কাজ হাসিল করার আগে সেটি বন্ধ করে দেয়। অফিসে রাখা সাড়ে সাত লাখ টাকা খোয়া গিয়েছে বলে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। যে ভাবে চুরি হয়েছে তাতে পুলিস মনে করছে পরিচিত ও স্থানীয় দুষ্কৃতীরাই চুরির সঙ্গে জড়িত। তদন্ত চলছে।

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে

আরও পড়ুন অনলাইনে আবেদন করা নিয়ে টেট উত্তীর্ণদের একাংশের ক্ষোভ

.