তৃণমূলের সঙ্গে জোট নয়: কংগ্রেস
তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় আপাতত ইতি টানল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ সভাপতিকে সেকথাই জানিয়ে দিলেন শাকিল আহমেদরা। বরং তৃণমূলের বিরুদ্ধে আরও চড়া সুরে আন্দোলনের নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড। কিন্তু সত্যিই কী এই অবস্থান বজায় রাখতে পারবে কংগ্রেস? শুরু হয়েছে জল্পনা।
তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় আপাতত ইতি টানল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ সভাপতিকে সেকথাই জানিয়ে দিলেন শাকিল আহমেদরা। বরং তৃণমূলের বিরুদ্ধে আরও চড়া সুরে আন্দোলনের নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড। কিন্তু সত্যিই কী এই অবস্থান বজায় রাখতে পারবে কংগ্রেস? শুরু হয়েছে জল্পনা।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। প্রদেশ কংগ্রেসকে জানিয়ে দিল হাইকম্যান্ড। হঠাত করেই কেন ফের জোট জল্পনা। কারণ, হাওড়া লোকসভার উপ নির্বাচনের ফলাফল। বহু বছর বাদে লোকসভার কোনও আসনে কংগ্রেসকে ছাড়া একা প্রতিদ্বন্দিতা করল তৃণমূল। জয় পেলেও এক ধাক্কায় ভোট কমেছে প্রায় নয় শতাংশ। অন্যদিকে কংগ্রেসও লাখের ছুইছুই । আর এই ফলাফলই উস্কে দিয়েছে জোট জল্পনা। যার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর বক্তব্যেও। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আমরা আর কংগ্রেস মিলিয়ে ভোট কমেছে কোথায়।
ফের হতে চলেছে জোট?
হাওড়ার ফলাফল নিয়ে পরদিনই দিল্লি ছুটেছিলেন প্রদেশ সভাপতি । শাকিল আহমেদ সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। মূল লক্ষ্য , জোট নিয়ে নেতাদের ভাবনার আঁচ পাওয়া। কলকাতায় ফিরে প্রদীপবাবুর দাবি, জোট নিয়ে তাঁর কাছে কোনও নির্দেশ নেই। আর হাইকম্যান্ডের এই মন বুঝেই তৃণমূলের বিরুদ্ধে আরও চড়া সুর প্রদীপবাবুর গলায়।