৬ ডিসেম্বর রাজ্যে কোনও অশান্তি বরদাস্ত করব না, পুলিস কর্তাদের সাফ জানিয়ে দিলেন মমতা
রাজ্যে বেশকিছু সংগঠন দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে বলেও দাবি করেন মমতা
নিজস্ব প্রতিবেদন: আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন। অযোধ্যা জমি বিতর্ক সুপ্রিম কোর্টে সমাধানের পর ৬ ডিসেম্বর নিয়ে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোনও অশান্তি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-সকালেই শীতের আমেজ, শহরে এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলার পুলিস সুপার, আইজি, ডিআইজিদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৭ বর্ষতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দেখতে আগাম সতর্ক করে দেওয়া হয় প্রশাসনের কর্তাদের।
ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এদিন এমন কোনও অনুষ্ঠান হতে দেবেন না যাতে রাজ্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়। ভিন রাজ্য থেকে এখানে এসে কেউ উসকানি মূলক বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন মমতা। জেলার প্রত্যেকটি থানা এলাকায় বাড়তি নজরদারি করারও নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন-ষষ্ঠবার ব্যালন ডি’ওর জিতে রেকর্ড বুকে লিওনেল মেসি
রাজ্যে বেশকিছু সংগঠন দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে বলেও দাবি করেন মমতা। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।