ভাঙতে হবে না বাগরি মার্কেট, রিপোর্ট দিলেন IIT-র বিশেষজ্ঞরা

সম্প্রতি কলকাতা পুরসংস্থাকে পাঠানো রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সংস্কার ও রদবদল করেই ফের ব্যবহার করা যেতে পারে ভবনটি। বাগরি মার্কেটের ভবনটির পরিস্থিতি খতিয়ে দেখতে গত ২০ সেপ্টেম্বর ঘটনাস্থলে এসেছিলেন আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা।

Updated By: Dec 27, 2018, 08:59 PM IST
ভাঙতে হবে না বাগরি মার্কেট, রিপোর্ট দিলেন IIT-র বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদন: ভাঙতে হবে না বাগরি মার্কেটের অগ্নিদগ্ধ অংশ। ভবনটি পরীক্ষা নিরীক্ষা করে কলকাতা পুরসংস্থাকে এমনটাই জানালেন আইআইটি রুরকির বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের এই পরামর্শে কিছুটা হলেও স্বস্তিতে বাজারটির কয়েক শ' দোকানি।

গত ১৬ সেপ্টেম্বর কলকাতার বড়বাজারের অন্যতম প্রাণকেন্দ্র বাগরি মার্কেটে আগুন লাগে। প্রায় ৩ দিন ধরে জ্বলে আগুন। আগুনের জেরে বাড়িটির দেওয়ালে ফাটল দেখা যায়।

সম্প্রতি কলকাতা পুরসংস্থাকে পাঠানো রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সংস্কার ও রদবদল করেই ফের ব্যবহার করা যেতে পারে ভবনটি। বাগরি মার্কেটের ভবনটির পরিস্থিতি খতিয়ে দেখতে গত ২০ সেপ্টেম্বর ঘটনাস্থলে এসেছিলেন আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। ভবনটির অবস্থা খতিয়ে দেখেন আইআইটি রুরকির ২ সদস্যের প্রতিনিধিদলও। তাদের এই রিপোর্ট মেনে কাজ এগোলে দ্রুত ভবনটি ফের ব্যবহারযোগ্য হবে বলে আশাবাদী   
   

.