Primary TET: বন্ধ অফলাইন অ্যাডমিশন! আদালতে বড় পদক্ষেপের কথা জানাল পর্ষদ
ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবারে মোট শূন্য আসন ৪৫ হাজার। আবেদনপত্র জমা পড়েছে ৫০ হাজারের কাছাকাছি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতির দায়ে নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি-সিবিআই। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছে। তাই স্বচ্ছ ভাবমূর্তি রাখতে এবার অফলাইন অ্যাডমিশন বন্ধের কথা জানাল পর্ষদ। সব ডি.এল.এড কলেজে চলতি বছর থেকেই অফলাইন অ্যাডমিশন বন্ধের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন কলকাতা হাইকোর্টে একথা জানায় পর্ষদ।
এদিন আদালতে পর্ষদ জানিয়েছে, ৪৪টি সরকারি ও প্রায় ৬০০-র উপর বেসরকারি ডি.এল.এড কলেজের কোথাও-ই কোনও অফলাইন অ্যাডমিশন হবে না। এমনকি মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। অর্থাৎ এখন ডি.এল.এড পরীক্ষার সমস্ত দায়িত্বভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলেজগুলি শুধু পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মোট ৬৫৬ টি ডি.এল.এড কলেজ রয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে ডি.এল.এড-এ দ্বিতীয় পর্বের ভর্তির প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে। ৩০ জুন ডি.এল.এড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবারে মোট শূন্য আসন ৪৫ হাজার। আবেদনপত্র জমা পড়েছে ৫০ হাজারের কাছাকাছি। সমস্ত শূন্যপদ পূরণ না হলে, আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে খবর পর্ষদ সূত্রে।
আরও পড়ুন, Anamika Roy | Babita Sarkar: ববিতার চাকরি পেলেন অনামিকা, হাতে পেলেন নিয়োগপত্র!
(Zee 24 Ghanta ডিজিটাল এবার হোয়াটসঅ্যাপেও। টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ফলো করুন ক্লিক করে)
প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষকতা করার জন্য অন্যতম যোগ্যতা হিসেবে ডি.এল.এড প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রাথমিক টেটে অংশগ্রহণ করতে হলে প্রথমে ২ বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। এখন পর্ষদের এই পদক্ষেপের ফলে, অফলাইন অ্যাডমিশন বন্ধের ফলে, নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, North Dinajpur: 'রবিউল তোকে ছাড়া বাঁচা অসম্ভব', অন্তঃসত্ত্বা ছাত্রীর শেষ কথা!