হিন্দু ধর্মকে বিকৃত করছে ওরা, বিজেপির শহিদ তর্পণকে নিশানা সৌগতর
বিজেপির কার্যনির্বাহী সভাপতি এদিন বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ্যত্ব চলছে। কোনও আইন কানুন নেই
নিজস্ব প্রতিবেদন: মহালয়ায় বাগবাজার ঘাটে শহিদ তর্পণের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করল বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে পাত্তা দিতে রাজি নন তৃণমূল সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন-কলগার্ল হিসেবে টলিউড অভিনেত্রীর নামে পোস্টার, বারুইপুরে গ্রেফতার চিকিত্সক
তর্পণ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, তর্পণ করার মধ্যে দিয়ে ওরা হিন্দু ধর্মকে বিকৃত করেছেন। তর্পণ করা যায় একমাত্র নিজের পূর্বপুরুষের নামে। এভাবে তর্পণ করার কোনও যৌক্তিকতাই নেই। নাড্ডা গোটা বিষয়টি নাটকীয় করার চেষ্টা করছেন।
অন্যদিকে, বিজেপির কার্যনির্বাহী সভাপতি এদিন বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ্যত্ব চলছে। কোনও আইন কানুন নেই। রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের গলা টিপে শেষ করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-বীরেন্দ্রকৃষ্ণের অমোঘ কণ্ঠে চণ্ডীপাঠ, ঘাটে-ঘাটে তর্পণ, দেবী বন্দনায় শুরু হল বাঙালির মহালয়া
নাড্ডাকে পাল্টা দিয়েছেন সৌগত রায়। তিনি বলেন, জঙ্গলের রাজত্ব চলছে এটা উনি কী করে বলছেন। এখানে বিজেপি নেতারা আসছেন যাচ্ছেন। উনি পশ্চিমবঙ্গে খুব বেশি আসেননি, এবার নতুন এসেছেন। পার্টি কর্মীদের মুখের কথা শুনে বলছেন উনি। একেবারে দায়ীত্বজ্ঞাণহীনের মতো কথা বলছেন উনি। বিজেপি যাই বলুক নাড্ডা এলেও খুব বেশি তফাত হবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে। পিতৃপুরুষের নামে যে তর্পণ করা হয় তা এভাবে করে কোনও লাভ হবে না।