হাজরায় ঘরে বসে মেয়রের সঙ্গে কথা বলতে বলতেই মৃত্যু বৃদ্ধার

মেয়েদের অত্যাচারের কথা শুনতে শুনতে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন  ৮৫ বছরের বৃদ্ধা।

Updated By: Dec 4, 2019, 01:04 PM IST
হাজরায় ঘরে বসে মেয়রের সঙ্গে কথা বলতে বলতেই মৃত্যু বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদন: মেয়র পারিষের সামনেই অঘটন। হাজরায় কথা বলতে বলতেই মৃত্যু হল বৃদ্ধার। বুধবার  জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছিলেন মেয়র পারিষদ। এদিন হাজরা রোডের বাসিন্দা সরস্বতী দাসের বাড়িতে বসে তাঁর সমস্যা শুনছিলেন দেবাশিষ কুমার। মেয়েদের অত্যাচারের কথা শুনতে শুনতে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন  ৮৫ বছরের বৃদ্ধা। মেয়র তাঁর সমস্য়ার সমাধানের আশ্বাস দেন। তারপর কথা বলতে বলতে হঠাৎই বিছানায় ঢলে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে এই জনসংযোগ কর্মসূচি। প্রতিদিন এলাকার ৫জন নিম্নবিত্ত মানুষের কাছে যান দেবাশিস বাবু। এদিনও নিয়ম মাফিকই সরস্বতী দাসের বাড়ি পোঁছে যাম তিনি। সরস্বতী দাসের বয়ান অনুযায়ী, এই বয়সেও লোকের বাড়ি কাজ করে জীবনযাপন করতেন তিনি, সঞ্চয় বলতে মাত্র ২০ হাজার টাকা এবং বস্তির একটি ঘর। তবে তা নিতেও নিয়মিত তাঁকে চাপ দিত মেয়েরা। আপাতত ছেলেই তাঁর দেখাশোনা করত বলে জানিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: সরকারের ‘রাবার স্ট্যাম্প’ নই, যে অন্ধের মতো সই করবো, টুইটে ক্ষোভ ধনখড়ের

Tags:
.