'আমের চাটনি পাতে পেলে খুশির হাসি ফুটত ঠোঁটের কোণে!'
শুধু মাত্র রাজনৈতিক নয়, সুভাষ চক্রবর্তীর সঙ্গে জ্যোতি বসুর সম্পর্ক অনেক বেশি গুরু শিষ্যের। রমলা চক্রবর্তী আরও বলেন,জ্যোতি বসু বিশ্বাস করতেন,'সুভাষ সব পারে'।
মৌমিতা চক্রবর্তী: পোরখাওয়া রাজনীতিবিদ হিসাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুখে হাসি দেখেছেন এমন লোকের সংখ্যা নাকি বিরল। সেই জ্যোতি বাবুর সবচেয়ে পছন্দের খাবার কি ছিল জানেন? আমের চাটনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে স্মৃতিচারণা করতে গিয়ে রমলা চক্রবর্তী বলেন, আমের চাটনি পাতে পড়লেই সবচেয়ে খুশি হতেন তিনি। রমলা চক্রবর্তী আরও বলেন, "সুভাষ বাড়িতে কিছু ভালো রান্না হলেই আগে জ্যোতি বাবুর জন্য তুলে রাখতে বলতো। আমের চাটনি হলে বহুবার আমি নিজে গিয়ে কমল বৌদির হাতে দিয়ে এসেছি। ইন্দিরা ভবনে একটি গাছে প্রায় সবসময় আম হয়, কতবার ওই গাছের আম সুভাষ নিয়ে এসে বলেছে, চাটনি বানাও।"
শুধু মাত্র রাজনৈতিক নয়, সুভাষ চক্রবর্তীর সঙ্গে জ্যোতি বসুর সম্পর্ক অনেক বেশি গুরু শিষ্যের। রমলা চক্রবর্তী আরও বলেন,জ্যোতি বসু বিশ্বাস করতেন,'সুভাষ সব পারে'।
আরও পড়ুন: Dilip Ghosh: পুলিশের দম থাকলে জেলে ভরুক, দাবি দিলীপের
এই আবেগ এর জন্যই সুভাষ চক্রবর্তী যেমন অনেক সময় ভূল করলে সবচেয়ে বেশি বকা খেয়েছে, তেমনি জ্যোতি বসুর সঙ্গে তাঁর তর্কও হয়েছে অনেক ইস্যুতে।
তিনি আরও বলেন 'আমরা যারা সেই সময়, জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হবার পক্ষে ছিলাম কতবার তাদের নেতৃত্বে সুভাষ ওনার সঙ্গে তর্কে জড়িয়েছে, কিন্তু জ্যোতিবাবু বারবার একটাই কথা বলতেন, দল সবার আগে'।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)