পুজো উদ্বোধনের জমজমাট লড়াই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে

পুজো উদ্বোধনের জমজমাট লড়াই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। শহর ও শহরতলি মিলিয়ে এবার পুজোয় মোট ৩০টি উদ্বোধন করছেন রাজ্যপাল। অন্যদিকে, শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই ২২টি পুজোর ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী।

Updated By: Sep 21, 2014, 06:10 PM IST
পুজো উদ্বোধনের জমজমাট লড়াই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে

ওয়েব ডেস্ক: পুজো উদ্বোধনের জমজমাট লড়াই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। শহর ও শহরতলি মিলিয়ে এবার পুজোয় মোট ৩০টি উদ্বোধন করছেন রাজ্যপাল। অন্যদিকে, শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই ২২টি পুজোর ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী।

দুজনেই রাজ্যের প্রধান। একজন প্রশাসনিক প্রধান। অন্যজন সাংবিধানিক। পুজো উদ্বোধনে দুই প্রধান বেছে নিয়েছেন শহরের দুই প্রান্তকে। উত্তরপ্রদেশ থেকে আসা রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি নজর দিচ্ছেন মূলত উত্তর কলকাতার পুজোগুলির ওপর। তাঁর উদ্বোধনের তালিকায় দমদমপার্ক ভারতচক্র, দমদমপার্ক তরুণ সংঘ, শ্রীভূমি সহ ৩০টি পুজো। নতুন রাজ্যপালকে নিয়ে উন্মাদনা থাকলেও, উদ্যোক্তাদের পয়লা পছন্দ অবশ্য মুখ্যমন্ত্রী।

সন্তোষপুর অ্যাভিনিউ ছাড়াও, ঢাকুরিয়া সর্বজনিন, বোসপুকুর শীতলামন্দির, মুদিয়ালি শিবমন্দির, ত্রিধারা সম্মেলনী সহ দক্ষিণ কলকাতায় মোট ২২টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার বহু পুজোর আবেদনও জমা হয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর টেবিলে।

.