ছাতা মাথায় নিয়েই চলছে পুজোর বাজার, ভাটার বিকিকিনিতে মুখভার সবার

গত কাল থেকেই শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি।  আজও বৃষ্টির বিরাম নেই। তবে তার মধ্যেই চলছে পুজোর বাজার। বাধ্য হয়েই ছাতা মাথায় বাজারে বেরিয়েছেন শহরবাসী। তবে  বৃষ্টিতে একটু হলেও ভাঁটা পড়েছে পুজোর বেচাকেনায়।

Updated By: Sep 21, 2014, 05:37 PM IST

ওয়েব ডেস্ক: গত কাল থেকেই শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি।  আজও বৃষ্টির বিরাম নেই। তবে তার মধ্যেই চলছে পুজোর বাজার। বাধ্য হয়েই ছাতা মাথায় বাজারে বেরিয়েছেন শহরবাসী। তবে  বৃষ্টিতে একটু হলেও ভাঁটা পড়েছে পুজোর বেচাকেনায়।

ক্যালেন্ডার বলছে শরত্কাল।  ক দিন পরেই শুরু দুর্গাপুজো। তবে মেঘলা আকাশে চেনা বর্ষার ছবি। শনিবার থেকেই টানা বৃষ্টিতে নাজেহাল জন জীবন। তার মধ্যেই চলেছে শারদোত্সবের প্রস্তুতি। বৃষ্টি মাথায় নিয়েই চলছে পুজোর বাজার।

পুজোর মুখে এমন বৃষ্টিতে ভাঁটা পড়েছে বিকিকিনিতে। আকাশের দিকে তাকিয়েই  তাই মন খারাপ ক্রেতা-বিক্রেতা সকলেরই।

 আবহাওয়া দফতর বলছে অন্ধ্র আর ওড়িশার উপকূলে নিম্নচাপের জেরে এখন বৃষ্টি চলবে। মৌসুমী বায়ু এখনও সক্রিয়। তাই পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।  তবে  প্রকৃতির ভ্রুকূটি যে মানতে নারাজ মহানগরী। তা প্রমাণ করে দিল রবিবারের পুজোর বাজারের ভিড়।

.