শিবসেনার কোপে মুম্বই ওয়ানডেতে মাইক হারা হচ্ছেন আক্রম, আখতাররা
শিয়রে শিবসেনার হুমকি। তাই হয়তো রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে কমেন্ট্রি বক্সে দেখা যাবে না পাকিস্তানের দুই তারকা পেসার ওয়াসিম আক্রম, শোয়েব আখতারকে। স্টার স্পোর্টসের হিন্দি চ্যানেলে ধারাভাষ্য করা ওয়াসিম, শোয়েবের মুম্বইয়ে আসা নিয়ে তীব্র বিরোধিতা করেছে শিবসেনা। শোনা গেছে আক্রম, শোয়েবরা কমেন্ট্রি করলে ওয়ানডে বয়কটের পথে গিয়ে বড়সড় আন্দোলনের পথে যেতে পারে শিবসেনা।
ওয়েব ডেস্ক: শিয়রে শিবসেনার হুমকি। তাই হয়তো রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে কমেন্ট্রি বক্সে দেখা যাবে না পাকিস্তানের দুই তারকা পেসার ওয়াসিম আক্রম, শোয়েব আখতারকে। স্টার স্পোর্টসের হিন্দি চ্যানেলে ধারাভাষ্য করা ওয়াসিম, শোয়েবের মুম্বইয়ে আসা নিয়ে তীব্র বিরোধিতা করেছে শিবসেনা। শোনা গেছে আক্রম, শোয়েবরা কমেন্ট্রি করলে ওয়ানডে বয়কটের পথে গিয়ে বড়সড় আন্দোলনের পথে যেতে পারে শিবসেনা।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ইস্যুতে বিসিসিআইয়ের সদর দফতরে হামলার পর বেশ সতর্ক বোর্ড কর্তারা। তাই কোনও ঝুঁকি না নিয়ে আক্রম, আখতারদের ওয়ানংখেড়ে থেকে দূরে রাখতে চাইছে বোর্ড। শোনা গিয়েছে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে বোর্ড কর্তাদের।
প্রসঙ্গত, শিবসেনার হুমকির পর পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।