৮ মাস পর পাম অ্যাভিনিউয়ে বৃদ্ধ খুন রহস্যের কিনারা, গ্রেফতার ১

ঘটনার ৮ মাস বাদে আততায়ী গ্রেফতার করল পুলিস। গত জুন মাসে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উদ্ধার হয় বৃদ্ধের রক্তাক্ত দেহ। 

Reported By: বিক্রম দাস | Updated By: Feb 22, 2020, 10:53 AM IST
৮ মাস পর পাম অ্যাভিনিউয়ে বৃদ্ধ খুন রহস্যের কিনারা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদন: পাম অ্যাভিনিউয়ে বৃদ্ধ খুনে রহস্যের কিনারা। ঘটনার ৮ মাস বাদে আততায়ী গ্রেফতার করল পুলিস। গত জুন মাসে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উদ্ধার হয় বৃদ্ধের রক্তাক্ত দেহ। সেই ঘটনার তদন্তে নেমে মুর্শিদ আলি নামে ১ ব্যাক্তিকে গ্রেফতার করল হোমিসাইড শাখা। বাড়িতে চুরি করতে ঢুকে বাধা পেয়েই খুন। জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। 

আরও পড়ুন: CAA বিরোধী হিংসায় ভাঙচুরের পর আগামিকাল থেকে লালগোলা পর্যন্ত চালু হচ্ছে ট্রেন পরিষেবা

পুলিস সূত্রে খবর, চুরি হওয়া মোবাইল ও ফেরিওয়ালাদের সূত্র ধরে রহস্যের কিনারা। খুনের পর ৬ মাস বৃদ্ধের মোবাইলটি বন্ধ রাখেআততায়ী। ৬ মাস বাদে ১ ফেরিওয়ালাকে ফোনটি বিক্রি করে মুর্শিদ। প্রায় ৪-৫ জন ফেরিওয়ালার হাত বদল হয় মোবাইলটি। ৬ নম্বর ফেরিওয়ালাকে ডিজ্ঞাসাবাদ করতেই মুর্শিদের কথা জানতে পারে পুলিস। মুর্শিদকে জেরা করতেই খুন কথা কবুল করে সে। 

.