Petrol-Diesel Price In Kolkata: জন সাধারণকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের দাম কমাল কেন্দ্র, কলকাতায় নতুন দাম কত?

অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যাঁরা রান্নার গ্যাস পান, তাঁদের সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। ওই ভর্তুকি মিলবে ১২টি সিলিন্ডার পর্যন্ত। এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি মানুষ। 

Updated By: May 21, 2022, 10:31 PM IST
Petrol-Diesel Price In Kolkata: জন সাধারণকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের দাম কমাল কেন্দ্র, কলকাতায় নতুন দাম কত?
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সরকার। পেট্রল-ডিজেলে (Petrol-Diesel) শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র। ফলে কমছে জ্বালানির দাম। কলকাতাতে কী হবে নয়া দাম?

শুক্রবার টুইট করে জ্বালানির দাম কমার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি জানান, পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। ফলে পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা (Petrol-Diesel Price Reduced)। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যাঁরা রান্নার গ্যাস পান, তাঁদের সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। ওই ভর্তুকি মিলবে ১২টি সিলিন্ডার পর্যন্ত। এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি মানুষ।    

৫ এপ্রিল শেষবার কলকাতায় পেট্রল-ডিজেলের দাম বেড়েছিল। বর্ধিক দাম হয়েছিল, পেট্রল লিটার প্রতি ১১৫ টাকা ১২ পয়সা এবং ডিজেল ৯৯ টাকা ৮৩ পয়সা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শনিবারের ঘোষণা অনুযায়ী, পেট্রলের নয়া দাম হবে লিটারে ১০৫ টাকা ৫০ পয়সা এবং ডিজেল লিটারে ৯৩ টাকা ১৯ পয়সা। সম্ভবত শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে পেট্রল-ডিজেলে (Petrol-Diesel) নয়া দাম।

প্রসঙ্গত, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে হাঁপিয়ে উঠেছিল মানুষ। দেশের সকলকে দীপাবলির উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.