তিন বছরে পেট্রোল দ্বিগুন দামি, কর প্রায় আট আনা

ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার ফলে পেট্রোলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এই যুক্তি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। কেন্দ্রীয় সরকারের সাফাই, বিনিয়ন্ত্রণের পরে তেলের দাম আর তাদের হাতে নেই। কিন্তু বাস্তব তথ্য ও পরিসংখ্যান কী বলছে? কত টাকায় তেল আমদানি হয়।

Updated By: May 24, 2012, 08:31 PM IST

ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার ফলে পেট্রোলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এই যুক্তি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। কেন্দ্রীয় সরকারের সাফাই, বিনিয়ন্ত্রণের পরে তেলের দাম আর তাদের হাতে নেই। কিন্তু বাস্তব তথ্য ও পরিসংখ্যান কী বলছে? কত টাকায় তেল আমদানি হয়। কেন্দ্র ও রাজ্যের কত টাকা কর বসানোর পরে তা সাধারণ মানুষের হাতে পৌঁছোয়? 
 
তথ্য অনুযায়ী, 
 
আন্তর্জাতিক বাজার থেকে  ব্যারেল পিছু একশো সাত ডলারে অপরিশোধিত তেল কেনা হয়
অর্থাত্‍ ভারতীয় টাকায় ব্যারেল পিছু মূল্য দাঁড়াচ্ছে আনুমানিক ৬,০৩৩ টাকা
প্রতিটি ব্যারেলে থাকে ১৬০ লিটার অপরিশোধিত তেল
পরিশোধনের পরে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়ায় ৪৪ টাকা ৪৪ পয়সা
 
এরপর বসে কেন্দ্র ও রাজ্যের কর
 
প্রতি লিটারে পরিবহণ খরচ পড়ে ১ টাকা ০৮ পয়সা
ডিলারদের কমিশন লিটারে দেড় টাকা
এরপর যুক্ত হয় কেন্দ্রের কর বাবদ ১৪ টাকা ৭৮ পয়সা। যার মধ্যে রয়েছে এক্সাইজ ডিউটি,ও  এডুকেশন সেস
রাজ্যের কর বাবদ যুক্ত হয় ১৬ টাকা ৮০ পয়সা
যার মধ্যে রয়েছে সেলস ট্যাক্স এবং  রাজ্যের সেস। কেন্দ্রের এক্সাইজ বাবদ করেরও একটা অংশ পায় রাজ্য
 
 

.