আজ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা পিঙ্কির

কাল এসএসকেএম হাসপাতালে পিঙ্কি প্রামাণিকের শারীরিক পরীক্ষা। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি পুরুষ নাকি মহিলা, তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় বারাসত আদালত। শারীরিক পরীক্ষার জন্য এগারো সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম কর্তৃপক্ষ।

Updated By: Jun 24, 2012, 08:26 PM IST

কাল এসএসকেএম হাসপাতালে পিঙ্কি প্রামাণিকের শারীরিক পরীক্ষা। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি পুরুষ নাকি মহিলা, তা জানতে তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় বারাসত আদালত। শারীরিক পরীক্ষার জন্য এগারো সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। মেডিক্যাল বোর্ডে রয়েছেন হাসপাতালের সাতটি বিভাগের প্রধানরা।  সঙ্গে রয়েছেন অ্যানাটমি বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিত্‍সক। একজন সাইক্রিয়াটিস্ট, রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টকে মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছে।
পিঙ্কিকে পুরুষ দাবি করে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা।  এর আগে বারাসত জেলা হাসপাতালে পরিকাঠামোগত ত্রুটি থাকায়, সেখানে পিঙ্কির হরমোন এবং ক্রোমোজোমের পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই এসএসকেএম-এ হরমোনাল স্টাডি এবং ক্রোমোজোম অ্যানালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.