৩ টি খুনে অভিযুক্ত মিঠুন এবার পুলিসের জালে!
১৯৯৯ সাল থেকে ২০০০ সালে হাওড়াতে মনু মার্ডার কেস, টিটাগরে রসগোল্লা মার্ডার কেস ও বাগুইআটিতে প্রতাপ কোলে মার্ডার কেসে অভিযুক্ত এই মিঠুন।
নিজস্ব প্রতিবেদন: তিনটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে আরও একাধিক অভিযোগ। কুখ্যাত দুষ্কৃতী মিঠুন চক্রবর্তী এখন পুলিসের জালে। হাতিয়ার থেকে মিঠুনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস।
আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট
১৯৯৯ সাল থেকে ২০০০ সালে হাওড়াতে মনু মার্ডার কেস, টিটাগরে রসগোল্লা মার্ডার কেস ও বাগুইআটিতে প্রতাপ কোলে মার্ডার কেসে অভিযুক্ত এই মিঠুন।
আরও পড়ুন: আপাতত অনুমোদন নয়, বিজেপির সঙ্গে আলোচনা করে রথযাত্রার সিদ্ধান্তের ভার রাজ্যকেই
সোমবার গভীর রাতে গোপন সূত্রে পুলিস খবর পায়, অস্ত্র হাতে মিঠুন হাতিয়ারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সেই খবরের ভিত্তিতে হাতিয়ারাতে হানা দেয়। মিঠুনকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র। কী কারণে সে নিউটাউনে এসেছিল, তা এখনও স্পষ্ট নয়। কোনও দুষ্কর্মের জন্যই মিঠুন অস্ত্র নিয়ে নিউটাউন এলাকায় এসেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।