মাঝরাতে এল পুলিস, অনশন তুলে নিতে চাপ SSC চাকরিপ্রার্থীদের

অনশনকারীদের অভিযোগ, পুলিশ ভয়ে দেখাচ্ছে। বলপ্রয়োগ করে আন্দোলন তুলে দেওয়ার হুমকিও দিয়েছে পুলিস। 

Updated By: Mar 28, 2019, 11:20 AM IST
মাঝরাতে এল পুলিস, অনশন তুলে নিতে চাপ SSC চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিবেদন: মধ্যরাতে প্রেস ক্লাবের সামনে এসএসসি আন্দোলন মঞ্চে হানা পুলিসের। তখনই অনশন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় পুলিসের তরফে। খুলে নেওয়া হয় ত্রিপলও। 

 

বুধবার রাতের ঘটনা। ঘড়ির কাঁটায় সাড়ে ১১টা।  আচমকা পুলিশ বাহিনী অনশনকারীদের সামনে এসে হাজির হয়।  অনশনকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেয় তারা।  অনশনকারীরা পুলিশকে জানান, ''বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তাঁদের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সঠিক প্রতিশ্রুতি পাওয়া না পর্যন্ত আমরা অনশন প্রত্যাহার করব না।''

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আটক ১

অনশনকারীদের অভিযোগ, পুলিশ ভয়ে দেখাচ্ছে। বলপ্রয়োগ করে আন্দোলন তুলে দেওয়ার হুমকিও দিয়েছে পুলিস।  এদিক, সন্ধেবেলাতেই ঘুরে গেছেন মুখ্যমন্ত্রী নিজে। সহানুভূতি প্রকাশ করে আশ্বাস দিয়েছেন, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেবেন। 

কলকাতার জনবহুল রাস্তায় মহিলার ওপর অ্যাসিড হামলা তরুণীর

বৃহস্পতিবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন অনশনকারীদের কয়েকজন প্রতিনিধি। তাঁরা দেখা করে ফেরার পরই সিদ্ধান্ত নেবেন, আদৌ অনশন তুলছেন কিনা!

.