স্বাধীনতা দিবসে রেড রোডে সম্মানিত পুলিস-প্রশাসনের শীর্ষ কর্তারা

অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রেড রোডে সম্মানিত হলেন পুলিস-প্রশাসনের শীর্ষ কর্তারা। পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।  বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।        

Updated By: Aug 15, 2014, 07:37 PM IST
স্বাধীনতা দিবসে রেড রোডে সম্মানিত পুলিস-প্রশাসনের শীর্ষ কর্তারা

কলকাতা: অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রেড রোডে সম্মানিত হলেন পুলিস-প্রশাসনের শীর্ষ কর্তারা। পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।  বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।        

শুক্রবার রেড রোডে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান-পর্বের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিসের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে।    

রাজ্যের পুলিস এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এদিন সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার এবছরই প্রথম দেওয়া হল।   

পুলিস বিভাগে পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন কলকাতার পুলিস কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ, বিধাননগরের কমিশনার রাজীব কুমার সহ সিদ্ধিনাথ গুপ্তা, ভারতী ঘোষ, সইদ মির্জা, ডিপি সিং ।

কাজের নিরিখে বিভিন্ন প্রশাসনিক বিভাগের আধিকারিকরাও পুরস্কৃত হয়েছেন।

পুরস্কার দেওয়া হয় রাজ্য সরকারের পঞ্চায়েত, নারী ও শিশুকল্যাণ, অর্থ, ক্ষুদ্রশিল্প এবং স্বাস্থ্য দফতরকে।   

কর্মবিনিয়োগ সহ সামাজিক নানা ক্ষেত্রে উন্নতির ভিত্তিতে একাধিক জেলাকে পুরস্কৃত করেছেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিল হুগলি, নদিয়া, বর্ধমান এবং বীরভূম।

পুরস্কার গ্রহণ করেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র।

বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অংশ নেয় কুচকাওয়াজে।

রেড রোডের কুচকাওয়াজে অংশ নেন টলিউডের শিল্পীরাও।

 

.